দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বসত ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার চকলেংগুরা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ওই দম্পতি হলেন চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) এবং তার স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে সোহাগ মিয়া ও ঝুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ঝুমার বাবার বাড়িতে বসবাস করছিলেন। শনিবার রাত ১০টার দিকে তারা রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান। পরে ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখেন,ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলছে স্বামী-স্ত্রীর মরদেহ। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহত দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ,ঝগড়া বিবাদ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই বিরোধের জেরে তারা আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর সুনির্দিষ্টভাবে মৃত্যুর কারণ জানা যাবে।