কালিয়াকৈরে বিএনপির মৌন মিছিল গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে শ্রদ্ধা ও দোয়া আয়োজন করা হয়

গাজীপুর কালিয়াকৈর উপজেলা সফিপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শান্তিপূর্ণভাবে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল, বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতারা বলেন, “বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের ন্যায্য দাবি আদায়ে বিএনপি যাদের জীবন উৎসর্গ করেছে, তারা আমাদের সংগ্রামের অগ্রসেনানী। এই শহীদদের আত্মত্যাগকে স্মরণে রেখে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাব।” মিছিল শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।