৬ দফা দাবিনামা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, এবং পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জেও স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম রেজা
সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ সাস্থ্য সহকারী জেলা শাখার সমন্বয়ক রাশিদুল আলম শিশির ও দাবি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকারী জেলার প্রধান সমন্বয়ক মিনা খাতুন, স্বাস্থ্য সহকারী চৌহালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, কাজীপুর উপজেলার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ বিভিন্ন উপজেলার কর্মরত কয়েক শতাধিক স্বাস্থ্য সহকারীবৃন্দ।
উল্লেখ্য, অবস্থান কর্মসূচির ৬দফা দাবিগুলো হলোঃ
১. নির্বাহী আদেশ নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান করে ১৪ তম গ্রেড।
২. ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নতিকরণ।
৩. পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।
৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগ প্রাপ্ত হলেও সকলেই প্রশিক্ষণ বিহীন স্নাতক পাশ স্কেলে অন্তর্ভুক্ত করতে হবে।
৫. বেতন স্কেল উন্নতিকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল(১/২/৩টি) উচ্চতর স্কেল (১/২টি) প্রাপ্ত/প্রাপ্য হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।
৬. পূর্বে ইনসার্ভিস ডিপ্লোমা (এস.আই.টি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লোমাধারী হিসেবে গণ্য হবে।