London ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাইলস্টোন ট্র‍্যাজেডিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল কালিগঞ্জে বিট পুলিশ রাজীবের ছত্রছায়ায় বিষ্ণুপুরে গড়ে উঠেছে ওবায়দুল্লার মাদক সাম্রাজ্য সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার রাজশাহীতে ভ্যানচালক’কে গাছে বেঁধে নির্যাতন লেফটেন্যান্ট তৌকির রাজশাহীতে চীরনিদ্রায় শায়িত বিএনপির মানবিক উদ্যোগ : চোখের আলোয় তারা দেখবেন জীবনের আলো সিরাজগঞ্জে লরির চাপায় ড্রাইভার নিহত মাইলস্টোন ট্র্যাজেডির শোক স্মরণে সিরাজগঞ্জে হিউম্যান রাইটস এন্ড পিস ফর দোয়া মাহফিল রাজশাহীতে নাবিল গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখায় গাইবান্ধায় প্রতিবাদ ও মানববন্ধন

কামারখন্দে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার-উত্তেজিত জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে এসিআই ফুড ফ্যাক্টরির পেছনের একটি ডোবা থেকে মো. শামীম (২৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে স্থানীয়দের দেয়া তথ্যে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত শামীম কুটিরচর পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলাম শেখের ছেলে। তার মা রওশন আরা দীর্ঘদিন আগে মারা গেছেন। পরিবার সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন শামীম। সম্ভাব্য আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ শুক্রবার দুপুরে ফ্যাক্টরির পেছনের ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা কাছে গিয়ে শামীমের মরদেহ শনাক্ত করে।

নিহতের বাবা সাইফুল ইসলাম শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। ওর কোনো শত্রুও ছিল না। কারা কী কারণে তাকে এমনভাবে হত্যা করলো, বুঝে উঠতে পারছি না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয় কয়েকশ’ জনতা জড়ো হয়ে প্রতিবাদ মিছিল বের করে এবং এসিআই ফুড ফ্যাক্টরির আশপাশে ব্যাপক ভাঙচুর চালায়। পরে কিছু অংশে অগ্নিসংযোগও করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই প্লাটুন অতিরিক্ত ফোর্স মোতায়েন করে।

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,মরদেহটি ডোবার পানিতে থাকায় অর্ধগলিত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ১-২ দিন আগে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৫:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
৩২
Translate »

কামারখন্দে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার-উত্তেজিত জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ

আপডেট : ০৫:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে এসিআই ফুড ফ্যাক্টরির পেছনের একটি ডোবা থেকে মো. শামীম (২৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে স্থানীয়দের দেয়া তথ্যে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত শামীম কুটিরচর পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলাম শেখের ছেলে। তার মা রওশন আরা দীর্ঘদিন আগে মারা গেছেন। পরিবার সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন শামীম। সম্ভাব্য আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ শুক্রবার দুপুরে ফ্যাক্টরির পেছনের ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা কাছে গিয়ে শামীমের মরদেহ শনাক্ত করে।

নিহতের বাবা সাইফুল ইসলাম শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। ওর কোনো শত্রুও ছিল না। কারা কী কারণে তাকে এমনভাবে হত্যা করলো, বুঝে উঠতে পারছি না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয় কয়েকশ’ জনতা জড়ো হয়ে প্রতিবাদ মিছিল বের করে এবং এসিআই ফুড ফ্যাক্টরির আশপাশে ব্যাপক ভাঙচুর চালায়। পরে কিছু অংশে অগ্নিসংযোগও করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই প্লাটুন অতিরিক্ত ফোর্স মোতায়েন করে।

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,মরদেহটি ডোবার পানিতে থাকায় অর্ধগলিত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ১-২ দিন আগে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।