সাউথ সুরমা উপজেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকে-এর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো একটি প্রাণবন্ত ক্রীড়া ও মিলনমেলা

সাউথ সুরমা উপজেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকে-এর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো একটি প্রাণবন্ত ক্রীড়া ও মিলনমেলা, যেখানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খেলাধুলা ও ভ্রাতৃত্বের এক অনন্য নজির স্থাপিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ মুজিবুর রহমান মুজিব, মোঃ কামাল উদ্দিন, মোঃ সাদিক আহমদ, মোঃ আবিদ রাজা , মোঃ আসাদ উদ্দিন আহমেদ, খসরুজজামান খসরু, মোঃ ফখরুল ইসলাম বাদল , মোঃ জিলান আহমেদ , মোঃ সেলিম আহমেদ.
মোঃ নুমান খান, মোঃ খালেদ চৌধুরী, মোঃ মুসতাক আহমেদ যাঁরা সবাই এই আয়োজনের প্রশংসা করেন এবং প্রবাসে বাংলাদেশি খেলাধুলার প্রসারে উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের দায়িত্বে ছিলেন: মোঃ আজিজুর রহমান আজিজ (টিম ম্যানেজার),ডাঃ শেখ মনসুর রহমান, মোঃ সাকিল আহমেদ, বসির আহমেদ ফয়ছল, যাঁরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম সফল করতে নিরলস পরিশ্রম করেছেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রকিব আলী, সুহেদুল হাসান, আরিফ আহমেদ, মো দিলদার হুসেন সুমন, কাওসার আহমদ মোঃ কামরুল হোসেন মোঃ এনাম আহমেদ, জাহরান হোসেন মোঃ ফয়েজ আহমদ মোঃ নাজিম উদ্দিন. আমির আলী , গনি মিয়া বাহাউদ্দিন বাপ্পি, সাইদুল আহমেদ সহ অসংখ্য ক্রীড়াবীধ. বক্তারা প্রবাসে যুব সমাজকে সুস্থ ধারার খেলাধুলায় যুক্ত করতে এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
South Surma Upazila Cricket Club-এর ব্যানারে অনুষ্ঠিত এই আয়োজন শুধু ক্রীড়া নয়, বরং প্রবাসী সমাজে ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে। এবং আয়োজকরা যুক্তরাজ্যে সকল প্রবাসীদের
৭ই জুলাই সোমবার
সময়: সকাল ৯,৩০ মিঃ
স্থান : সেভেন কিংস IG3 8QP. মাঠে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ।