তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪১.৮°

চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় তাপমাত্রার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, বিশেষ করে ভ্যান ও রিকশা চালক এবং দিনমজুররা। গরমের তীব্রতায় কমেছে শহরে মানুষের চলাচল, ফলে আয়-রোজগারে নেমেছে বড় ধরনের ধস।
রবিবার (১১ মে) দুপুর ৩টার দিকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য কম। শনিবার এই জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এদিন জেলার ওপর দিয়ে বয়ে গেছে অতি তীব্র তাপপ্রবাহ, আর আজ চলছে তীব্র তাপপ্রবাহ।
শহরের রিকশা চালক রফিক রহমান জানান, “সকাল ৮টা থেকে বের হয়েছি, এখন দুপুর ২টা বাজে, কিন্তু এখনও ২০০ টাকা আয় হয়নি। প্রচণ্ড রোদের কারণে মানুষ রাস্তায় বের হচ্ছে না, ফলে যাত্রীও নেই। এই অবস্থায় আমাদের আয়-রোজগার প্রায় বন্ধ হওয়ার উপক্রম।”
শহরের নিচের বাজারে দেখা যায়, কাঁচামাল পরিবহনকারী শ্রমিকরা কষ্ট করে কাজ চালিয়ে যাচ্ছেন। শ্রমিক আজিজুল রহমান বলেন, “তীব্র গরমে ট্রাক থেকে মালামাল নামানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। গরমে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বয়স হয়েছে, তার ওপর এই গরম—সব মিলিয়ে কাজ করতে হিমশিম খাচ্ছি।”
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গা জেলায় বর্তমানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে সব শ্রেণিপেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তবে আগামী ১৩ মে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।