সিরাজগঞ্জে সড়কে ঝরলো শিশুর প্রাণ-আহত মা ও বাবা

সিরাজগঞ্জে পিকআপ ও কাভার ভ্যানের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু’জন।
সোমবার (৫ মে) বিকালে তথ্যটি নিশ্চিত করেন, যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনারুল ইসলাম।
নিহত শিশু মো. আল আমিন (২) দিনাজপুর জেলর সিংগীমারি গ্রামের
মো. মোকলেছুর রহমান ছেলে। আহতরা হলেন শিশুটির বাবা মো. মোকলেছুর রহমান ও মা মোছা. আতিফা আক্তার নুপুর (২২)।
থানা সুত্রে জানাজায়, আজ রোববার সকালে যমুনা সেতু পশ্চিম থানাধীন কাশেম মোড় মহাসড়কে পিকআপ ও কাভার ভানেরর সংঘর্ষে শিশু মো. আল আমিন (২) নিহত হয়। এসময় গুরুতর আহত অবস্থায় শিশু টির পিতা মো. মোকলেছুর রহমান, ও মা মোছা. আতিফা আক্তার নুপুর (২২) গুরুতর আহত অবস্থায় শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কাভার্ড ভ্যান চালক কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায়। এসময় পিকআপের চালক পিকআপ রেখে দ্রুত ঘটনারস্থল ত্যাগ করেন। বর্তমানে পিকআপটি যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ হেফাজতে আছে।
ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ