London ১১:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তেল কম দেওয়ায় বোয়ালমারীতে ফিলিং স্টেশন সিলগালা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশন সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে পৌরসভার মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআইয়ের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোঃ কামাল হোসেন বলেন, “পরীক্ষায় দেখা গেছে, ফিলিং স্টেশনটি অকটেন প্রতি ১০ লিটারে ৮০০ মিলিলিটার এবং পেট্রোল প্রতি ১০ লিটারে ২২০ মিলিলিটার পর্যন্ত তেল কম সরবরাহ করছিল। যা স্পষ্টভাবে ভোক্তা অধিকার লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “পরিমাপে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

ফিলিং স্টেশনের মালিক সানন্দা সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বাধীন ফিলিং স্টেশনে ওজনে তেল কম দেওয়ার অভিযোগ ছিল। তবে এত দিন পর্যন্ত কেউ কঠোর পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় তাঁরা বিএসটিআইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বিএসটিআই সূত্র জানিয়েছে, ফরিদপুর জেলার অন্যান্য উপজেলাগুলোতেও নিয়মিতভাবে তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১১
Translate »

তেল কম দেওয়ায় বোয়ালমারীতে ফিলিং স্টেশন সিলগালা

আপডেট : ১১:০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশন সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে পৌরসভার মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআইয়ের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোঃ কামাল হোসেন বলেন, “পরীক্ষায় দেখা গেছে, ফিলিং স্টেশনটি অকটেন প্রতি ১০ লিটারে ৮০০ মিলিলিটার এবং পেট্রোল প্রতি ১০ লিটারে ২২০ মিলিলিটার পর্যন্ত তেল কম সরবরাহ করছিল। যা স্পষ্টভাবে ভোক্তা অধিকার লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “পরিমাপে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

ফিলিং স্টেশনের মালিক সানন্দা সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বাধীন ফিলিং স্টেশনে ওজনে তেল কম দেওয়ার অভিযোগ ছিল। তবে এত দিন পর্যন্ত কেউ কঠোর পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় তাঁরা বিএসটিআইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বিএসটিআই সূত্র জানিয়েছে, ফরিদপুর জেলার অন্যান্য উপজেলাগুলোতেও নিয়মিতভাবে তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে।