এনসিপির সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন উমামা

সরকার পতনের আন্দোলনে একই প্ল্যাটফর্মে ভূমিকা রাখলেও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা। তবে অনেকে তাকে এনসিপির সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেন।
এ বিষয়টি ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন উমামা। সেখানে এনসিপির সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা না থাকার কথা জানিয়েছেন।
ওই স্ট্যাটাসে উমামা লিখেছেন- ‘সবার উদ্দেশে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সঙ্গে আছে। ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই।’
তিনি আরও লিখেন- ‘এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।’
জুলাই আন্দোলনে নারী সমন্বয়কদের মধ্যে যারা সামনের কাতারে ছিলেন তাদের মধ্যে উমামা ফাতেমা অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা তখন ছাত্র ফেডারেশনের (গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে মুখপাত্রের দায়িত্ব পান উমামা। তিনি তখন ছাত্র ফেডারেশনের পদ থেকে অব্যাহতি নেন।
পরবর্তীসময়ে ছাত্রদের নতুন এনসিপি আত্মপ্রকাশ করলেও উমামা সেখানে যোগ দেননি। তিনি এখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়। এ প্ল্যাটফর্মটির সাংগঠনিক কাঠামো নতুন করে পুনর্গঠিত হলে উমামা সেখানে শীর্ষস্থানীয় কোনো পদে আসতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।