London ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই সহ-উপাচার্য নিয়োগ

সহ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক কামাল উদ্দিন, সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামিম উদ্দিন খান৷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার দুজন সহ-উপাচার্যকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার পৃথক দুই প্রজ্ঞাপনে নিয়োগের এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামিম উদ্দিন খানকে সহ-উপাচার্য (একাডেমিক) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কামাল উদ্দিনকে সহ-উপাচার্য (প্রশাসনিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তাঁরা এ পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ। তিনি বিকেলে বলেন, ‘আজ বিকেলে তিনি প্রজ্ঞাপন পেয়েছেন। বিকেল হওয়ায় আজ কেউ দায়িত্ব নেবেন না। আগামীকাল দুজনেই দায়িত্ব নেবেন বলে জেনেছি।’

সহ-উপাচার্য পদে দায়িত্ব পাওয়া দুই শিক্ষকই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনৈতিক সংগঠন সাদা দলের সঙ্গে যুক্ত। দলটি বিশ্ববিদ্যালয়ে বিএনপি ও জামায়াতপন্থী হিসেবে পরিচিত। সহ-উপাচার্য (একাডেমিক) পদে দায়িত্ব পাওয়া অধ্যাপক শামিম উদ্দিন খান এই দলের আহ্বায়ক। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। আর সহ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক কামাল উদ্দিন এই দলের সদস্য।

জানতে চাইলে অধ্যাপক কামাল উদ্দিন বলেন, তিনি আগামীকাল দায়িত্ব নেবেন। বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন। শিক্ষার্থীদের মতামত ও চাওয়াকে প্রাধান্য দেবেন।

এর আগে ১৮ সেপ্টেম্বর উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে নিয়োগ দেয় সরকার। দায়িত্ব নেওয়ার পর তিনি প্রক্টর, ১৪ হলের প্রাধ্যক্ষ, ছাত্র উপদেষ্টাসহ ৯ অনুষদে নতুন ডিন নিয়োগ দেন। তবে ক্লাস-পরীক্ষা কবে থেকে শুরু হবে, এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে ১ জুলাই থেকে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১২:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
৬৬
Translate »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই সহ-উপাচার্য নিয়োগ

আপডেট : ১২:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

সহ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক কামাল উদ্দিন, সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামিম উদ্দিন খান৷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার দুজন সহ-উপাচার্যকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার পৃথক দুই প্রজ্ঞাপনে নিয়োগের এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামিম উদ্দিন খানকে সহ-উপাচার্য (একাডেমিক) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কামাল উদ্দিনকে সহ-উপাচার্য (প্রশাসনিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তাঁরা এ পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ। তিনি বিকেলে বলেন, ‘আজ বিকেলে তিনি প্রজ্ঞাপন পেয়েছেন। বিকেল হওয়ায় আজ কেউ দায়িত্ব নেবেন না। আগামীকাল দুজনেই দায়িত্ব নেবেন বলে জেনেছি।’

সহ-উপাচার্য পদে দায়িত্ব পাওয়া দুই শিক্ষকই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনৈতিক সংগঠন সাদা দলের সঙ্গে যুক্ত। দলটি বিশ্ববিদ্যালয়ে বিএনপি ও জামায়াতপন্থী হিসেবে পরিচিত। সহ-উপাচার্য (একাডেমিক) পদে দায়িত্ব পাওয়া অধ্যাপক শামিম উদ্দিন খান এই দলের আহ্বায়ক। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। আর সহ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক কামাল উদ্দিন এই দলের সদস্য।

জানতে চাইলে অধ্যাপক কামাল উদ্দিন বলেন, তিনি আগামীকাল দায়িত্ব নেবেন। বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন। শিক্ষার্থীদের মতামত ও চাওয়াকে প্রাধান্য দেবেন।

এর আগে ১৮ সেপ্টেম্বর উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে নিয়োগ দেয় সরকার। দায়িত্ব নেওয়ার পর তিনি প্রক্টর, ১৪ হলের প্রাধ্যক্ষ, ছাত্র উপদেষ্টাসহ ৯ অনুষদে নতুন ডিন নিয়োগ দেন। তবে ক্লাস-পরীক্ষা কবে থেকে শুরু হবে, এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে ১ জুলাই থেকে।