ফিলিস্তিনিদের প্রতি সংহতি বিএনপির র্যালি শুরু

ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির র্যালি শুরু হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়।
জানা গেছে, র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর, মৌচাক ও মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে।
এই কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধ ‘, এবং ‘তুমি কে, আমি কে? ফিলিস্তিন’, ‘ইসরাইল নিপাত যাক’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।
এই প্রতিবাদ ও সংহতি র্যালিতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান।
আরো উপস্থিত আছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এনি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।