London ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সুন্দরগঞ্জের ধর্মপুর কলেজে উপাধ্যক্ষ ও দুই প্রভাষক নিয়োগে বাণিজ্যের অভিযোগ বিমান দুর্ঘটনায় নিখোঁজ রাইসা মনির মৃত দেহর খোজ মিললো সিএমএইচয়ে যৌথ বাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জে আবারও ২ জন সক্রিয় হ্যাকার গ্রেফতার পটুয়াখালী বাস টার্মিনালের বেহাল দশা উদাসীন পৌর কতৃপক্ষ দুর্নীতির সাথে জড়িতের তথ্য পেলেই বিচারের মুখোমুখি হতে হবে-দুদক নতুন কোর্স চালু করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জে তারেক রহমানবিরোধী অপপ্রচারের প্রতিবাদে উত্তাল শ্রমিক দল রাজশাহীর উন্নয়নকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঠিকাদারদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির অভিযোগ: ডাক্তার ও ওয়ার্ডবয়ের সিন্ডিকেটে জিম্মি রোগীরা ভাঙ্গা-পায়রা বন্দর পর্যন্ত ফোর লেন পায়রা বন্দর হবে আন্তর্জাতিক গ্রিন পোর্ট

আইপিএলের ১৮ বছরে এমন বোলিং আগে দেখেনি কেউই

অনলাইন ডেস্ক:

দলে ডাক পেয়েছিলেন অনেকটা কাকতালীয়ভাবে। ছিলেন লখনৌ সুপার জায়ান্টসের নেট বোলার। কিন্তু মহসিন খানের ইনজুরিতে কপাল খুলে যায় শার্দুল ঠাকুরের। লখনৌকে এরপর বেশ ভালোই সার্ভিস দিয়েছেন অভিজ্ঞ এই ভারতীয় পেসার। আছেন সেরা বোলারের বেগুনি ক্যাপের দৌড়ে। তবে এরইমাঝে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছেন বিব্রতকর এক রেকর্ড। 

স্বাগতিক কলকাতার বিপক্ষে ইডেন গার্ডেন্সে গতকাল নিজের এক ওভার করতে ১১ বল করেছেন শার্দুল ঠাকুর। তবে এরমাঝে প্রথম ৫ বলই ছিল ওয়াইড! কেকেআরের ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসে এমন কাণ্ড ঘটান তিনি। আর সেটাই হয়ে গিয়েছে রেকর্ড।

সেই ৫ ওয়াইডের সুবাদে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি বলের ওভার করেছেন শার্দুল। সব মিলিয়ে ১১টি বল করার পর শেষ হয় তার ওভার। এর আগেও আইপিএলে এক ওভারে ১১ বল করার নজির আছে বটে। যৌথভাবে মোট তিন বোলারের আছে ১১ বলে ওভার শেষের কীর্তি। তবে ওভারের প্রথম পাঁচটি বলই ওয়াইড এর আগে কোনও বোলার করেননি আইপিএলে। এদিক থেকে শার্দুলের ওভারই অনন্য।

এর আগে মোহাম্মদ সিরাজ এবং তুষার দেশপাণ্ডেরও ১১ বলের ওভার করার নজির রয়েছে। ২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে তুষার ১১ বলে ওভার শেষ করেছিলেন। কাকতালীয়ভাবে সেবার ওভারটা হয়েছিল লখনৌর বিপক্ষেই। একইবছর সিরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১১টি বল করেছিলেন এক ওভারে।

মঙ্গলবারের ম্যাচে শার্দুল ৪ ওভার বল করে ৫২ রান দিয়েছেন। পেয়েছেন ২টি উইকেট। পুরো কোটায় মোট আটটি ওয়াইড বল করেছেন এ দিন তিনি।

অবশ্য এমন এক ওভার লখনৌর জন্য ফিরে এসেছে শাপেবর হয়ে। শার্দুলের টানা ৫ ওয়াইডের আগে ১২ ওভারে কলকাতা নাইট রাইডার্স করেছিল ১৪৯ রান। উইকেট হারিয়েছিল মোটে ২টি। আর সেই ওভারের পর ৮ ওভারে কলকাতার স্কোরবোর্ডে ওঠে ৮৫ রান। উইকেট হারায় ৫টি। শেষ পর্যন্ত হাইস্কোরিং ম্যাচটাও কলকাতাকে ঘরের মাঠে হারতে হয় ৪ রানে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৩:৫৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
৬৬
Translate »

আইপিএলের ১৮ বছরে এমন বোলিং আগে দেখেনি কেউই

আপডেট : ০৩:৫৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

দলে ডাক পেয়েছিলেন অনেকটা কাকতালীয়ভাবে। ছিলেন লখনৌ সুপার জায়ান্টসের নেট বোলার। কিন্তু মহসিন খানের ইনজুরিতে কপাল খুলে যায় শার্দুল ঠাকুরের। লখনৌকে এরপর বেশ ভালোই সার্ভিস দিয়েছেন অভিজ্ঞ এই ভারতীয় পেসার। আছেন সেরা বোলারের বেগুনি ক্যাপের দৌড়ে। তবে এরইমাঝে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছেন বিব্রতকর এক রেকর্ড। 

স্বাগতিক কলকাতার বিপক্ষে ইডেন গার্ডেন্সে গতকাল নিজের এক ওভার করতে ১১ বল করেছেন শার্দুল ঠাকুর। তবে এরমাঝে প্রথম ৫ বলই ছিল ওয়াইড! কেকেআরের ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসে এমন কাণ্ড ঘটান তিনি। আর সেটাই হয়ে গিয়েছে রেকর্ড।

সেই ৫ ওয়াইডের সুবাদে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি বলের ওভার করেছেন শার্দুল। সব মিলিয়ে ১১টি বল করার পর শেষ হয় তার ওভার। এর আগেও আইপিএলে এক ওভারে ১১ বল করার নজির আছে বটে। যৌথভাবে মোট তিন বোলারের আছে ১১ বলে ওভার শেষের কীর্তি। তবে ওভারের প্রথম পাঁচটি বলই ওয়াইড এর আগে কোনও বোলার করেননি আইপিএলে। এদিক থেকে শার্দুলের ওভারই অনন্য।

এর আগে মোহাম্মদ সিরাজ এবং তুষার দেশপাণ্ডেরও ১১ বলের ওভার করার নজির রয়েছে। ২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে তুষার ১১ বলে ওভার শেষ করেছিলেন। কাকতালীয়ভাবে সেবার ওভারটা হয়েছিল লখনৌর বিপক্ষেই। একইবছর সিরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১১টি বল করেছিলেন এক ওভারে।

মঙ্গলবারের ম্যাচে শার্দুল ৪ ওভার বল করে ৫২ রান দিয়েছেন। পেয়েছেন ২টি উইকেট। পুরো কোটায় মোট আটটি ওয়াইড বল করেছেন এ দিন তিনি।

অবশ্য এমন এক ওভার লখনৌর জন্য ফিরে এসেছে শাপেবর হয়ে। শার্দুলের টানা ৫ ওয়াইডের আগে ১২ ওভারে কলকাতা নাইট রাইডার্স করেছিল ১৪৯ রান। উইকেট হারিয়েছিল মোটে ২টি। আর সেই ওভারের পর ৮ ওভারে কলকাতার স্কোরবোর্ডে ওঠে ৮৫ রান। উইকেট হারায় ৫টি। শেষ পর্যন্ত হাইস্কোরিং ম্যাচটাও কলকাতাকে ঘরের মাঠে হারতে হয় ৪ রানে।