ছাত্রদল নেতা তরিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, জীবননগরে প্রতিবাদ ও মানববন্ধন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি জনাব তরিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলার প্রতিবাদে জীবননগরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ মার্চ ) দুপুর ১২টায় জীবননগর বাসস্ট্যান্ডে আয়োজিত এই মানববন্ধনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা, তা এখনো প্রমাণিত নয়। অথচ সুষ্ঠু তদন্তের আগেই রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বক্তারা বলেন, প্রকৃত সত্য উদ্ঘাটন না করে কাউকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেওয়া হবে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রিমন রহমান, বাঁকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তৌফিক, সীমান্ত ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শামীম রেজা, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলে মোঃ ফরাদ ইমরান এবং সীমান্ত ইউনিয়ন ছাত্রদলের সদস্য আহাদ আল হাসান
বক্তারা আরও বলেন, যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, তবে প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা রাজপথে থাকবো। কিন্তু যদি এটি দুর্ঘটনা হয় এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা দায়ের করা হয়ে থাকে, তবে তার বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলনে যাবো।
তারা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান