London ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দ. কোরিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, নিহত অন্তত ৪

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে দেশটির অন্তত তিনজন দমকল কর্মী ও একজন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। এক ডজনেরও বেশি দাবানলের জেরে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। শনিবার দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, দক্ষিণপূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল থেকে অন্তত ১৫টি গ্রামের ২ শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির দমকল বিভাগের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, দাবানলে চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন দমকল কর্মী এবং একজন সরকারি কর্মকর্তা।

দক্ষিণ কোরিয়ার বন সংস্থার তথ্য অনুযায়ী, কেবল শনিবারেই ১৬টি স্থানে দাবানলের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশজুড়ে আরও কয়েকটি অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারাদেশে একযোগে দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় উলসান এবং উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

দক্ষিণ কোরিয়ার বন সংস্থা উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশ, বুসান এবং ডায়েজিয়নসহ ১২টি স্থানে দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

রাজধানী সিউল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দক্ষিণ গিয়ংসাং প্রদেশের সানচেওংয়ের অবস্থান। দাবানলের কারণে ওই অঞ্চলের মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে ‘‘আগুন নেভানোর জন্য সব ধরনের সরঞ্জাম এবং কর্মীদের দ্রুত মোতায়েন’’ করার নির্দেশ দিয়েছেন।

দেশটিতে ছড়িয়ে পড়া এই দাবানলে জলবায়ুর চরম পরিবর্তনের সঙ্গে তীব্র দাবদাহ অথবা ভারী বৃষ্টিপাতের মতো বৈরী আবহাওয়ার সম্পর্ক রয়েছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৩:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
১৬
Translate »

দ. কোরিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, নিহত অন্তত ৪

আপডেট : ০৩:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

দক্ষিণ কোরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে দেশটির অন্তত তিনজন দমকল কর্মী ও একজন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। এক ডজনেরও বেশি দাবানলের জেরে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। শনিবার দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, দক্ষিণপূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল থেকে অন্তত ১৫টি গ্রামের ২ শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির দমকল বিভাগের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, দাবানলে চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন দমকল কর্মী এবং একজন সরকারি কর্মকর্তা।

দক্ষিণ কোরিয়ার বন সংস্থার তথ্য অনুযায়ী, কেবল শনিবারেই ১৬টি স্থানে দাবানলের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশজুড়ে আরও কয়েকটি অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারাদেশে একযোগে দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় উলসান এবং উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

দক্ষিণ কোরিয়ার বন সংস্থা উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশ, বুসান এবং ডায়েজিয়নসহ ১২টি স্থানে দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

রাজধানী সিউল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দক্ষিণ গিয়ংসাং প্রদেশের সানচেওংয়ের অবস্থান। দাবানলের কারণে ওই অঞ্চলের মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে ‘‘আগুন নেভানোর জন্য সব ধরনের সরঞ্জাম এবং কর্মীদের দ্রুত মোতায়েন’’ করার নির্দেশ দিয়েছেন।

দেশটিতে ছড়িয়ে পড়া এই দাবানলে জলবায়ুর চরম পরিবর্তনের সঙ্গে তীব্র দাবদাহ অথবা ভারী বৃষ্টিপাতের মতো বৈরী আবহাওয়ার সম্পর্ক রয়েছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।