London ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণার দুর্গাপুরে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত

মামুন রণবীর,নেত্রকোণা

 

নেত্রকোণার দুর্গাপুরে শেষ হলো হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ২০২৫। বুধবার পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন সমাপ্ত হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায়, দুর্গাপুর উপজেলা বিএনপি আয়োজিত এই প্রতিযোগিতায় আড়াই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

মেধা বিকাশের এই প্রতিযোগিতায় তিন বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এর মধ্যে হিফজুল কুরআন বিভাগে ৮১ জন, হামদ নাত ৯১ জন ও আজান বিভাগে ছিল ৭৯ জন প্রতিযোগী।

হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে মো: মোস্তাফিজুর রহমান। এতে ২য় স্থান অধিকার করে সারোয়ার হোসেন ও মাহফুজুর রহমান। এই বিভাগে ৩য় স্থান অধিকার করে নাইমুর রহমান,মুয়াজ বিন নজরুল,আবিদ হাসান ও জোবায়ের হোসাইন।

হামদ-নাত বিভাগে প্রথম স্থান অর্জন করে মাহবুবুর রহমান,২য় ও ৩য় স্থান অধিকার করে মুমিন হাসান ও মোফাজ্জল হোসাইন।

আজান বিভাগে প্রথম স্থান অর্জন করে মোবারক হোসাইন। এতে ২য় ও ৩য় স্থান অধিকার করে আলমগীর হোসাইন ও কাওসার আহমদ।

এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পেয়েছে ১০ হাজার টাকা ও সম্মাননা স্মারক। ২য় স্থান অর্জনকারী প্রতিযোগী পেয়েছে আট হাজার টাকা ও সম্মাননা স্মারক। ৩য় স্থান অর্জনকারী পেয়েছে ছয় হাজার টাকা ও সম্মাননা স্মারক। এছাড়া সকল প্রতিযোগীকেই স্বান্তনা পুরস্কার দেয়া হয়।

তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শাইখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন বলেন,আজকের এই আয়োজন এক উল্লেখযোগ্য দ্বীনি অনুষ্ঠান। আমি আশা করবো সামনে এমন আয়োজন হলে সেটা আরো সমৃদ্ধ করার জন্য সংশ্লিষ্ট মহল অবশ্যই কাজ করবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে যেকোন ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন।

এই অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল মুঠোফোনে যুক্ত হয়ে বলেন,সম্মানিত হুজুরবৃন্দ অসংখ্য ধন্যবাদ,আপনারা অত্যন্ত কষ্ট করে গত কয়েকদিনে যে আয়োজন করেছেন সে আয়োজন সফলতা পাচ্ছে আজ। আমি দলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পবিত্র রমজান মাসে আজকের আয়োজন, আশা করছি আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন।

বিএনপির পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া বলেন,এমন আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরো বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা আরো বেশি উজ্জীবিত হবে। অনুষ্ঠানে সমবেত সবাইকে আমি দলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই।

এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন – হামদ-নাত,আজান : শাইখুল হাদিস ইবরাহিম হাসান,মুফতি হাবিবুর রহমান, মুফতি অলি উল্লাহ,মাওলানা ইমরান হোসাইন,মুফতি মজিবুর রহমান,হাফেজ মো: মাসুদ।

হিফজুল কোরআন : হাফেজ মোঃ আব্দুল কাদির,হাফেজ মাওঃ অলি উল্লাহ,হাফেজ মাওঃ আফফান,হাফেজ নাজমুল হক,হাফেজ আব্দুস সামাদ এবং হাফেজ রইস উদ্দিন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন মুফতি সাব্বির আহমাদ এবং হাফেজ আব্দুল্লাহ আল মারুফ।

এই আয়োজনের এন্তেজামিয়া কমিটিতে দায়িত্ব পালন করেন – উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার,মাওলানা এখলাস উদ্দিন,মাওলানা অলিউল্লাহ,মুফতি আব্দুল কাদির,হাফেজ আব্দুল কাদির এবং হাফেজ উমর ফারুক।

দুর্গাপুরে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এই আয়োজন ঘিরে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এমন আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
৩৪
Translate »

নেত্রকোণার দুর্গাপুরে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০২:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

নেত্রকোণার দুর্গাপুরে শেষ হলো হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ২০২৫। বুধবার পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন সমাপ্ত হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায়, দুর্গাপুর উপজেলা বিএনপি আয়োজিত এই প্রতিযোগিতায় আড়াই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

মেধা বিকাশের এই প্রতিযোগিতায় তিন বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এর মধ্যে হিফজুল কুরআন বিভাগে ৮১ জন, হামদ নাত ৯১ জন ও আজান বিভাগে ছিল ৭৯ জন প্রতিযোগী।

হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে মো: মোস্তাফিজুর রহমান। এতে ২য় স্থান অধিকার করে সারোয়ার হোসেন ও মাহফুজুর রহমান। এই বিভাগে ৩য় স্থান অধিকার করে নাইমুর রহমান,মুয়াজ বিন নজরুল,আবিদ হাসান ও জোবায়ের হোসাইন।

হামদ-নাত বিভাগে প্রথম স্থান অর্জন করে মাহবুবুর রহমান,২য় ও ৩য় স্থান অধিকার করে মুমিন হাসান ও মোফাজ্জল হোসাইন।

আজান বিভাগে প্রথম স্থান অর্জন করে মোবারক হোসাইন। এতে ২য় ও ৩য় স্থান অধিকার করে আলমগীর হোসাইন ও কাওসার আহমদ।

এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পেয়েছে ১০ হাজার টাকা ও সম্মাননা স্মারক। ২য় স্থান অর্জনকারী প্রতিযোগী পেয়েছে আট হাজার টাকা ও সম্মাননা স্মারক। ৩য় স্থান অর্জনকারী পেয়েছে ছয় হাজার টাকা ও সম্মাননা স্মারক। এছাড়া সকল প্রতিযোগীকেই স্বান্তনা পুরস্কার দেয়া হয়।

তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শাইখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন বলেন,আজকের এই আয়োজন এক উল্লেখযোগ্য দ্বীনি অনুষ্ঠান। আমি আশা করবো সামনে এমন আয়োজন হলে সেটা আরো সমৃদ্ধ করার জন্য সংশ্লিষ্ট মহল অবশ্যই কাজ করবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে যেকোন ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন।

এই অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল মুঠোফোনে যুক্ত হয়ে বলেন,সম্মানিত হুজুরবৃন্দ অসংখ্য ধন্যবাদ,আপনারা অত্যন্ত কষ্ট করে গত কয়েকদিনে যে আয়োজন করেছেন সে আয়োজন সফলতা পাচ্ছে আজ। আমি দলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পবিত্র রমজান মাসে আজকের আয়োজন, আশা করছি আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন।

বিএনপির পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া বলেন,এমন আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরো বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা আরো বেশি উজ্জীবিত হবে। অনুষ্ঠানে সমবেত সবাইকে আমি দলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই।

এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন – হামদ-নাত,আজান : শাইখুল হাদিস ইবরাহিম হাসান,মুফতি হাবিবুর রহমান, মুফতি অলি উল্লাহ,মাওলানা ইমরান হোসাইন,মুফতি মজিবুর রহমান,হাফেজ মো: মাসুদ।

হিফজুল কোরআন : হাফেজ মোঃ আব্দুল কাদির,হাফেজ মাওঃ অলি উল্লাহ,হাফেজ মাওঃ আফফান,হাফেজ নাজমুল হক,হাফেজ আব্দুস সামাদ এবং হাফেজ রইস উদ্দিন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন মুফতি সাব্বির আহমাদ এবং হাফেজ আব্দুল্লাহ আল মারুফ।

এই আয়োজনের এন্তেজামিয়া কমিটিতে দায়িত্ব পালন করেন – উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার,মাওলানা এখলাস উদ্দিন,মাওলানা অলিউল্লাহ,মুফতি আব্দুল কাদির,হাফেজ আব্দুল কাদির এবং হাফেজ উমর ফারুক।

দুর্গাপুরে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এই আয়োজন ঘিরে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এমন আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।