London ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৩১

ইয়েমেনে হুথিদের ওপর বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন যে, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার জন্য হুথিদের ওপর হামলা চালানো হবে। তার এমন সতর্কতার পরই ইয়েমেনে বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে।

জলবায়ু পরিবর্তন, বিশ্বের যেসব শহর বেশি ঝুঁকিতে

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়াটারএইডের নতুন গবেষণা অনুযায়ী, অনেক নগরাঞ্চল পানি-সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। ক্রমবর্ধমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি শহরের মধ্যে দুটি ছাড়া বাকি সবই এশিয়ায়। সে শহরগুলোর অর্ধেকই ভারতে। ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য সবচেয়ে বেশি শুষ্কতার প্রবণতা অনুভব করছে।

ভারতে পুলিশের সামনেই তারাবির সময় মসজিদে ‘হামলা’

জানা গেছে, বুধবার (১২ মার্চ) হোলি উৎসবের সময় কোঙ্কণ অঞ্চলে অনুষ্ঠিত বার্ষিক শিমগা শোভাযাত্রা শুরু হয়। একপর্যায়ে শোভাযাত্রাটি একটি মসজিদের কাছে পৌঁছালে, কিছু লোক গাছের গুঁড়ি দিয়ে মসজিদের গেটে আঘাত করেন ও গেটটি ভেঙে ফেলেন। সেসময় মসজিদে তারাবির নামাজ চলছিল।

ট্রাম্পের চাপে বদলে যাচ্ছে ইউরোপের অবস্থান

ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের নীতি বদলে যাওয়ায় ইউরোপের দেশগুলো নতুন এক বাস্তবতায় প্রবেশ করছে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্পের বিতর্কিত অবস্থান ইউরোপজুড়ে বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে। তবে সেই হতাশাই যেন ইউরোপকে ঐক্যবদ্ধ হওয়ার নতুন অনুপ্রেরণা দিচ্ছে।

রমজানে চিনির দাম বাড়ানোয় পাকিস্তানে মিল মালিক ও ডিলারদের তলব

পবিত্র রমজান মাসে চিনির মূল্যবৃদ্ধির ঘটনায় মিল মালিক ও প্রধান ডিলারদের ইসলামাবাদে তলব করেছে পাকিস্তানের উৎপাদন মন্ত্রণালয়। পাকিস্তানি উৎপাদন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চিনি রপ্তানির অনুমতি দেওয়ার বিনিময়ে দাম না বাড়ানোর বিষয়ে মিল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। তবে রপ্তানির পর চিনির দাম কেজিপ্রতি ১৭০ রুপি পর্যন্ত বেড়ে যায়।

সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষ, গড়লো ইতিহাস

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে শনিবার (১৫ মার্চ) দেশটির ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একটি রেলস্টেশন ধসে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েক লাখ মানুষ এদিন রাজপথে নেমে আসে। সরকার দাবি করেছে, বেলগ্রেডজুড়ে মোট ১ লাখ ৭ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। তবে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা পাবলিক মিটিং আর্কাইভের মতে, এ সংখ্যা ৩ লাখ ২৫ হাজারের বেশি হতে পারে, যা সার্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম।

ভারতে হোলি উৎসবে মদ পান করে মারামারি, নিহত ৩

ভারতের বেঙ্গালুরুতে হোলি উৎসব চলাকালে মদ্যপ ব্যক্তিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শহরের আনেকাল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে হোলি উদযাপনের সময় ছয় শ্রমিকের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। তারা সবাই বিহার থেকে এসেছিলেন এবং একই গ্রামের বাসিন্দা।

৬ মাসে কুয়েতে ৪২ হাজার নাগরিকত্ব বাতিল

কুয়েতে ছয় মাসের মধ্যে ৪২ হাজারের বেশি ব্যক্তি নাগরিকত্ব হারিয়েছেন। জাতীয় নাগরিকত্ব আইন ও বৈধভাবে বসবাসের নিয়মাবলী মেনে চলা নিশ্চিত করতে দেশটির সরকার পরিচালিত ব্যাপক প্রশাসনিক পর্যালোচনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাগরে হারিয়ে যাওয়ার ৯৫ দিন পর জেলেকে জীবিত উদ্ধার

৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা কাস্ত্রো ৭ ডিসেম্বর দেশটির দক্ষিণে অবস্থিত উপকূলীয় শহর মার্কোনা থেকে মাছ ধরার নৌকা নিয়ে বের হন। এরপর খারাপ আবহাওয়ার কারণে তিনি তার গতি পথ হারিয়ে ফেলেন। ১১ মার্চ উত্তর পেরুর উপকূল বরাবর ইকুয়েডরের একটি মাছ ধরার নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়, তখন তার অবস্থা খুবই খারাপ ছিল।

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১২

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের দখলে থাকা একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনিক এক কর্মকর্তা জানিয়েছেন, বেসামরিক এলাকা লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:৪৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
১৭
Translate »

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ মার্চ ২০২৫

আপডেট : ০৪:৪৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৩১

ইয়েমেনে হুথিদের ওপর বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন যে, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার জন্য হুথিদের ওপর হামলা চালানো হবে। তার এমন সতর্কতার পরই ইয়েমেনে বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে।

জলবায়ু পরিবর্তন, বিশ্বের যেসব শহর বেশি ঝুঁকিতে

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়াটারএইডের নতুন গবেষণা অনুযায়ী, অনেক নগরাঞ্চল পানি-সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। ক্রমবর্ধমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি শহরের মধ্যে দুটি ছাড়া বাকি সবই এশিয়ায়। সে শহরগুলোর অর্ধেকই ভারতে। ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য সবচেয়ে বেশি শুষ্কতার প্রবণতা অনুভব করছে।

ভারতে পুলিশের সামনেই তারাবির সময় মসজিদে ‘হামলা’

জানা গেছে, বুধবার (১২ মার্চ) হোলি উৎসবের সময় কোঙ্কণ অঞ্চলে অনুষ্ঠিত বার্ষিক শিমগা শোভাযাত্রা শুরু হয়। একপর্যায়ে শোভাযাত্রাটি একটি মসজিদের কাছে পৌঁছালে, কিছু লোক গাছের গুঁড়ি দিয়ে মসজিদের গেটে আঘাত করেন ও গেটটি ভেঙে ফেলেন। সেসময় মসজিদে তারাবির নামাজ চলছিল।

ট্রাম্পের চাপে বদলে যাচ্ছে ইউরোপের অবস্থান

ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের নীতি বদলে যাওয়ায় ইউরোপের দেশগুলো নতুন এক বাস্তবতায় প্রবেশ করছে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্পের বিতর্কিত অবস্থান ইউরোপজুড়ে বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে। তবে সেই হতাশাই যেন ইউরোপকে ঐক্যবদ্ধ হওয়ার নতুন অনুপ্রেরণা দিচ্ছে।

রমজানে চিনির দাম বাড়ানোয় পাকিস্তানে মিল মালিক ও ডিলারদের তলব

পবিত্র রমজান মাসে চিনির মূল্যবৃদ্ধির ঘটনায় মিল মালিক ও প্রধান ডিলারদের ইসলামাবাদে তলব করেছে পাকিস্তানের উৎপাদন মন্ত্রণালয়। পাকিস্তানি উৎপাদন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চিনি রপ্তানির অনুমতি দেওয়ার বিনিময়ে দাম না বাড়ানোর বিষয়ে মিল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। তবে রপ্তানির পর চিনির দাম কেজিপ্রতি ১৭০ রুপি পর্যন্ত বেড়ে যায়।

সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষ, গড়লো ইতিহাস

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে শনিবার (১৫ মার্চ) দেশটির ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একটি রেলস্টেশন ধসে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েক লাখ মানুষ এদিন রাজপথে নেমে আসে। সরকার দাবি করেছে, বেলগ্রেডজুড়ে মোট ১ লাখ ৭ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। তবে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা পাবলিক মিটিং আর্কাইভের মতে, এ সংখ্যা ৩ লাখ ২৫ হাজারের বেশি হতে পারে, যা সার্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম।

ভারতে হোলি উৎসবে মদ পান করে মারামারি, নিহত ৩

ভারতের বেঙ্গালুরুতে হোলি উৎসব চলাকালে মদ্যপ ব্যক্তিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শহরের আনেকাল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে হোলি উদযাপনের সময় ছয় শ্রমিকের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। তারা সবাই বিহার থেকে এসেছিলেন এবং একই গ্রামের বাসিন্দা।

৬ মাসে কুয়েতে ৪২ হাজার নাগরিকত্ব বাতিল

কুয়েতে ছয় মাসের মধ্যে ৪২ হাজারের বেশি ব্যক্তি নাগরিকত্ব হারিয়েছেন। জাতীয় নাগরিকত্ব আইন ও বৈধভাবে বসবাসের নিয়মাবলী মেনে চলা নিশ্চিত করতে দেশটির সরকার পরিচালিত ব্যাপক প্রশাসনিক পর্যালোচনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাগরে হারিয়ে যাওয়ার ৯৫ দিন পর জেলেকে জীবিত উদ্ধার

৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা কাস্ত্রো ৭ ডিসেম্বর দেশটির দক্ষিণে অবস্থিত উপকূলীয় শহর মার্কোনা থেকে মাছ ধরার নৌকা নিয়ে বের হন। এরপর খারাপ আবহাওয়ার কারণে তিনি তার গতি পথ হারিয়ে ফেলেন। ১১ মার্চ উত্তর পেরুর উপকূল বরাবর ইকুয়েডরের একটি মাছ ধরার নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়, তখন তার অবস্থা খুবই খারাপ ছিল।

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১২

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের দখলে থাকা একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনিক এক কর্মকর্তা জানিয়েছেন, বেসামরিক এলাকা লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে।