London ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলের যে নিয়ম ১৭ বছরে একবারও কাজে লাগেনি

অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিইয়ার লিগের (আইপিএল) শুরু থেকে চালু আছে একটি নিয়ম। অথচ গত ১৭ বছরে একবারের জন্যও কোনো দল সেই নিয়ম ব্যবহার করেনি। তারপরও আসন্ন আসরের আগে আরো একবার এই নিয়মের কথা মনে করিয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আইপিএলের সেই নিয়মটি হল, ‘আংশিক সময়ের জন্য পরিবর্তিত ক্রিকেটার’ নেওয়া। অর্থাৎ আইপিএলের ‘রেজিস্টার্ড প্লেয়ার পুল’ বা আরপিপি থেকে কোনো ক্রিকেটারকে যে কোনো সময় নেওয়া যাবে। তবে আসরের নির্দিষ্ট কিছুটা সময়ই তিনি খেলতে পারবেন। তার পর সেই ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে।

উদাহরণ স্বরূপ, কোনো আসরের দুই ম্যাচ হওয়ার পর যদি একটি দলের সব উইকেটরক্ষকই চোট পান। তাহলে পরের ম্যাচে উইকেটরক্ষক হিসেবে খেলার জন্য আরপিপি থেকে এক জন উইকেটরক্ষক নিতে পারে সংশ্লিষ্ট দল। যত দিন না দলের অন্তত এক জন উইকেটরক্ষক সুস্থ হবে, ততদিন আরপিপি থেকে নেওয়া উইকেটরক্ষক খেলতে পারবেন।

সেটি একটি ম্যাচ বা দুটি ম্যাচও হতে পারে। আবার দশটি ম্যাচও হতে পারে। তবে একবার নেওয়ার পর আসরের পুরো সময়টায় তিনি খেলতে পারবেন না।

সব দলগুলোকে এই নিয়মের কথা আবার জানিয়ে দিয়েছে বিসিসিআই। পাশাপাশি এবারের আরপিপিতে কারা রয়েছেন সেই তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আরপিপি থেকে কোনো ক্রিকেটার নিতে গেলে আগে বোর্ডকে জানাতে হবে। অনুমতি পাওয়া গেলে তবেই পছন্দের ক্রিকেটার নেওয়া যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৩:৫২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
২০
Translate »

আইপিএলের যে নিয়ম ১৭ বছরে একবারও কাজে লাগেনি

আপডেট : ০৩:৫২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

ইন্ডিয়ান প্রিমিইয়ার লিগের (আইপিএল) শুরু থেকে চালু আছে একটি নিয়ম। অথচ গত ১৭ বছরে একবারের জন্যও কোনো দল সেই নিয়ম ব্যবহার করেনি। তারপরও আসন্ন আসরের আগে আরো একবার এই নিয়মের কথা মনে করিয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আইপিএলের সেই নিয়মটি হল, ‘আংশিক সময়ের জন্য পরিবর্তিত ক্রিকেটার’ নেওয়া। অর্থাৎ আইপিএলের ‘রেজিস্টার্ড প্লেয়ার পুল’ বা আরপিপি থেকে কোনো ক্রিকেটারকে যে কোনো সময় নেওয়া যাবে। তবে আসরের নির্দিষ্ট কিছুটা সময়ই তিনি খেলতে পারবেন। তার পর সেই ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে।

উদাহরণ স্বরূপ, কোনো আসরের দুই ম্যাচ হওয়ার পর যদি একটি দলের সব উইকেটরক্ষকই চোট পান। তাহলে পরের ম্যাচে উইকেটরক্ষক হিসেবে খেলার জন্য আরপিপি থেকে এক জন উইকেটরক্ষক নিতে পারে সংশ্লিষ্ট দল। যত দিন না দলের অন্তত এক জন উইকেটরক্ষক সুস্থ হবে, ততদিন আরপিপি থেকে নেওয়া উইকেটরক্ষক খেলতে পারবেন।

সেটি একটি ম্যাচ বা দুটি ম্যাচও হতে পারে। আবার দশটি ম্যাচও হতে পারে। তবে একবার নেওয়ার পর আসরের পুরো সময়টায় তিনি খেলতে পারবেন না।

সব দলগুলোকে এই নিয়মের কথা আবার জানিয়ে দিয়েছে বিসিসিআই। পাশাপাশি এবারের আরপিপিতে কারা রয়েছেন সেই তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আরপিপি থেকে কোনো ক্রিকেটার নিতে গেলে আগে বোর্ডকে জানাতে হবে। অনুমতি পাওয়া গেলে তবেই পছন্দের ক্রিকেটার নেওয়া যাবে।