London ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে নবাবগঞ্জ থানা এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত চক্রের ০৩ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহমান নবাবগঞ্জ থানাধীন গালিমপুর তদন্ত কেন্দ্রের সাধারণ ডায়েরী নং- ৪৬৫, তারিখ- ২৭/০২/২০২৫ খ্রিঃ মূলে সঙ্গীয় ফোর্স সহ যৌথ বাহিনীর সাথে টহল ডিউটি করাকালীন সময়ে ইং ২৭/০২/২০২৫ তারিখ রাত অনুমান ২২:১৫ ঘটিকার সময় গোবিন্দপুর মোড়ে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নবাবগঞ্জ থানাধীন আগলা ইউনিয়নের টিকরপুর মোড়ের অনুমান ২০০ গজ পূর্বে নবাবগঞ্জ টু ঢাকা রোডের পার্শ্বে টিকরপুর গামী ফিডার রোডে নির্জন স্থানে কতিপয় ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন পূর্বক সমবেত হয়েছে। বাদী উক্ত সংবাদটি তাৎক্ষনিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে যৌথ বাহিনী সহ ঘটনাস্থলে উপস্থিত হলে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করিলে বাদী এবং তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১। সেন্টু বিশ্বাস, ২। মোঃ ওমর ফারুক, ৩। মোঃ রনি’দের আটক করে এবং ৮/৯ জন ডাকাত দৌড়ে অন্ধাকারের মধ্যে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের ও ধৃত আসামিদের সাথে নিয়ে ঘটনাস্থল ও তাহাদের ব্যবহৃত যানবাহন ট্রাকটি তল্লাশি করিয়া ডাকাতির উদ্দেশ্য ব্যবহৃত মালামালসমূহ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা নাবাবগঞ্জ থানা এলাকায় ডাকাতির প্রস্ততি গ্রহন করে ডাকাতি করার উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিলো। পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা নং- ২৫, তারিখ- ২৮-০২-২৫‌খ্রিঃ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পূর্বক প্রয়োজনীয় পুলিশি পাহাড়ায় ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

ধৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। সেন্টু বিশ্বাস (৩১), পিতা-আঃ জব্বার ৥ কালু মিয়া, সাং-তালতলী সায়েস্তাবাদ বাজার, থানা-কোতয়ালী, জেলা-বরিশাল, এ/পি-সাং-জন্নাতবাগ মিয়াবাড়ী (ওয়াজ উদ্দিন স্কুলের পাশে), থানা-কামরাঙ্গীচর, ডিএমপি, ঢাকা,
২। মোঃ ওমর ফারুক (২৫), পিতা-মৃত আবীদ আলী, সাং-সেবকদাস, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট, এ/পি সাং-আল মদিনা গলি (সাহাবুদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া), থানা-কামরাঙ্গীচর, ডিএমপি, ঢাকা,
৩। মোঃ রনি (৩২), পিতা-মোঃ আবু তাহের, মাতা-বানু বেগম, সাং-চাষাড়া মাসডাইল, থানা-ফতুল্লাহ, জেলা-নারায়ণগঞ্জ, এ/পি সাং-ঢাকা উদ্দ্যানের পাশে শ্যামলী হাউজিং ৩নং রোড, জাহাঙ্গীর এর বাড়ীর ভাড়াটিয়া, বেরিবাধঁ, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা

উদ্ধারকৃত ডাকাতির কাজের জন্য জব্দকৃত আলামত:
(১) ০১ (এক) টি ছয় চাকা বিশিষ্ট ১.৫ টনের মিনিট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ ন-২০-৯৫২৬, ইঞ্জিন নং-HFC4DA1-1M4008008, চেসিস নং-LJ11KBAC9M1B03565,
(২) ০১ (এক) টি ০২ হাতল বিশিষ্ট লোহার তৈরী কাটার, যাহা লম্বা ৩৬ ইঞ্চি, যাহার গায়ে ইংরেজীতে-FM TOOLS CHROME VANADIUM লেখা আছে,
(৩) ০১ (এক) টি ১.৫ ইঞ্চি ব্যাসে সবুজ রংয়ের প্লাষ্টিকের পাইপ, লম্বা ৭২ ইঞ্চি,
(৪) ০১ (এক) টি হ্যাক্স ব্লেড ফ্রেম কালো হাতল সহ লম্বা ১৮ ইঞ্চি, ফ্রেমের সামনের অংশ হলুদ ও মাঝের অংশ নীল রংয়ের,
(৫) ০৫ (পাঁচ) টি হেক্স ব্লেড লম্বা ১২ ইঞ্চি,
(৬) ০৪ (চার) টি লোহার রড যার দুই পাশে প্যাচ কাটানো, লম্বা যথাক্রমে-২৪ ইঞ্চি, ২৫ ইঞ্চি, ২৫ ইঞ্চি, ২৬ ইঞ্চি,
(৭) ০২ (দুই) টি সেলাই রেঞ্জ, লম্বা ১০ ইঞ্চি, যাহার ০১টি তে কমলা রংয়ের প্লাষ্টিকের হাতল লাগানো,
(৮) ০১ (এক) টি চাকু পাঁচ ইঞ্চি কালো বাট সহ লম্বা ০৯ ইঞ্চি,
(৯) ০১ (এক) জোড়া ঊলের হ্যান্ড গ্লাভস,
(১০) পাটের তৈরী সুতলি, ওজন ০৩ কেজি,
(১১) ০১ (এক) টি এড্রয়েড OPPO A18 ব্রান্ডের মোবাইল,
(১২) ০১ (এক) টি ITEL 6502 ব্রান্ডের এড্রয়েড মোবাইল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
Translate »

যৌথ বাহিনীর অভিযানে নবাবগঞ্জ থানা এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত চক্রের ০৩ সদস্য গ্রেফতার

আপডেট : ০৪:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহমান নবাবগঞ্জ থানাধীন গালিমপুর তদন্ত কেন্দ্রের সাধারণ ডায়েরী নং- ৪৬৫, তারিখ- ২৭/০২/২০২৫ খ্রিঃ মূলে সঙ্গীয় ফোর্স সহ যৌথ বাহিনীর সাথে টহল ডিউটি করাকালীন সময়ে ইং ২৭/০২/২০২৫ তারিখ রাত অনুমান ২২:১৫ ঘটিকার সময় গোবিন্দপুর মোড়ে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নবাবগঞ্জ থানাধীন আগলা ইউনিয়নের টিকরপুর মোড়ের অনুমান ২০০ গজ পূর্বে নবাবগঞ্জ টু ঢাকা রোডের পার্শ্বে টিকরপুর গামী ফিডার রোডে নির্জন স্থানে কতিপয় ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন পূর্বক সমবেত হয়েছে। বাদী উক্ত সংবাদটি তাৎক্ষনিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে যৌথ বাহিনী সহ ঘটনাস্থলে উপস্থিত হলে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করিলে বাদী এবং তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১। সেন্টু বিশ্বাস, ২। মোঃ ওমর ফারুক, ৩। মোঃ রনি’দের আটক করে এবং ৮/৯ জন ডাকাত দৌড়ে অন্ধাকারের মধ্যে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের ও ধৃত আসামিদের সাথে নিয়ে ঘটনাস্থল ও তাহাদের ব্যবহৃত যানবাহন ট্রাকটি তল্লাশি করিয়া ডাকাতির উদ্দেশ্য ব্যবহৃত মালামালসমূহ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা নাবাবগঞ্জ থানা এলাকায় ডাকাতির প্রস্ততি গ্রহন করে ডাকাতি করার উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিলো। পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা নং- ২৫, তারিখ- ২৮-০২-২৫‌খ্রিঃ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পূর্বক প্রয়োজনীয় পুলিশি পাহাড়ায় ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

ধৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। সেন্টু বিশ্বাস (৩১), পিতা-আঃ জব্বার ৥ কালু মিয়া, সাং-তালতলী সায়েস্তাবাদ বাজার, থানা-কোতয়ালী, জেলা-বরিশাল, এ/পি-সাং-জন্নাতবাগ মিয়াবাড়ী (ওয়াজ উদ্দিন স্কুলের পাশে), থানা-কামরাঙ্গীচর, ডিএমপি, ঢাকা,
২। মোঃ ওমর ফারুক (২৫), পিতা-মৃত আবীদ আলী, সাং-সেবকদাস, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট, এ/পি সাং-আল মদিনা গলি (সাহাবুদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া), থানা-কামরাঙ্গীচর, ডিএমপি, ঢাকা,
৩। মোঃ রনি (৩২), পিতা-মোঃ আবু তাহের, মাতা-বানু বেগম, সাং-চাষাড়া মাসডাইল, থানা-ফতুল্লাহ, জেলা-নারায়ণগঞ্জ, এ/পি সাং-ঢাকা উদ্দ্যানের পাশে শ্যামলী হাউজিং ৩নং রোড, জাহাঙ্গীর এর বাড়ীর ভাড়াটিয়া, বেরিবাধঁ, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা

উদ্ধারকৃত ডাকাতির কাজের জন্য জব্দকৃত আলামত:
(১) ০১ (এক) টি ছয় চাকা বিশিষ্ট ১.৫ টনের মিনিট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ ন-২০-৯৫২৬, ইঞ্জিন নং-HFC4DA1-1M4008008, চেসিস নং-LJ11KBAC9M1B03565,
(২) ০১ (এক) টি ০২ হাতল বিশিষ্ট লোহার তৈরী কাটার, যাহা লম্বা ৩৬ ইঞ্চি, যাহার গায়ে ইংরেজীতে-FM TOOLS CHROME VANADIUM লেখা আছে,
(৩) ০১ (এক) টি ১.৫ ইঞ্চি ব্যাসে সবুজ রংয়ের প্লাষ্টিকের পাইপ, লম্বা ৭২ ইঞ্চি,
(৪) ০১ (এক) টি হ্যাক্স ব্লেড ফ্রেম কালো হাতল সহ লম্বা ১৮ ইঞ্চি, ফ্রেমের সামনের অংশ হলুদ ও মাঝের অংশ নীল রংয়ের,
(৫) ০৫ (পাঁচ) টি হেক্স ব্লেড লম্বা ১২ ইঞ্চি,
(৬) ০৪ (চার) টি লোহার রড যার দুই পাশে প্যাচ কাটানো, লম্বা যথাক্রমে-২৪ ইঞ্চি, ২৫ ইঞ্চি, ২৫ ইঞ্চি, ২৬ ইঞ্চি,
(৭) ০২ (দুই) টি সেলাই রেঞ্জ, লম্বা ১০ ইঞ্চি, যাহার ০১টি তে কমলা রংয়ের প্লাষ্টিকের হাতল লাগানো,
(৮) ০১ (এক) টি চাকু পাঁচ ইঞ্চি কালো বাট সহ লম্বা ০৯ ইঞ্চি,
(৯) ০১ (এক) জোড়া ঊলের হ্যান্ড গ্লাভস,
(১০) পাটের তৈরী সুতলি, ওজন ০৩ কেজি,
(১১) ০১ (এক) টি এড্রয়েড OPPO A18 ব্রান্ডের মোবাইল,
(১২) ০১ (এক) টি ITEL 6502 ব্রান্ডের এড্রয়েড মোবাইল।