London ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই : ঋতাভরী

অনলাইন ডেস্ক

বাড়ি ভীষণ ভালোবাসেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সদ্য নতুন বাড়ি বানিয়েছেন তিনি। গত শনিবার অন্দরমহলের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে, খুব যত্ন নিয়ে প্রতিটি ঘর সাজিয়েছেন অভিনেত্রী। 

কাকতালীয়ভাবে বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশ্যে ঋতাভরীর পরবর্তী ছবি ‘গৃহস্থ’-এর টিজার। সেখানে অভিনেত্রীর ‘অপর্ণা’ চরিত্রটি ভীষণ ঘরকুনো। বাড়ি থেকে বেরোতেই চায় না! বাস্তব আর কাল্পনিক চরিত্র কি রুপালি পর্দায় একাকার?

আনন্দবাজার অনলাইন যোগাযোগ করে জানতে চেয়েছিল অভিনেত্রীর কাছে। তিনি জানিয়েছেন, দরকারে বাড়িতে থাকতেই ভালোবাসেন তিনি।

এসকে মুভিজের পরবর্তী ছবি ‘গৃহস্থ’তে সেই চেনা মৈনাক ভৌমিক। সম্পর্ক আর রোমাঞ্চ দিয়ে বুনেছে সিনেমাটি। যেখানে প্রতিমুহূর্তে কী কী উত্তেজনা, গা ছমছমে রহস্য। টিজার দেখে অনেকেই ঋতাভরীকে ‘খুনি’ ভেবে নিচ্ছেন!

সাতটি দিন প্রেমের জন্য থাকলেও অলিখিতভাবে গোটা ফেব্রুয়ারিই যেন ভালোবাসার মৌসুম। আর ঋতাভরী কিনা তার অনুরাগীদের এমন একটা সময়েই ভয় দেখাচ্ছেন! কিন্তু কেন?

অভিনেত্রী হাসতে হাসতে পাল্টা প্রশ্ন ছুড়েছেন, “প্রেমের চেয়ে ভয়ঙ্কর আর কী হতে পারে? ঠিকঠাক প্রেম না হলে হৃদয় ভাঙে, ঘর ভাঙে, সংসার হয় তছনছ, মানুষের জীবন নষ্ট!”

একটু দম নিয়েই ফের অনর্গল বলতে লাগলেন, “এমন একজন কাউকে দেখাতে পারবেন, অন্তত একবার যার প্রেম ভাঙেনি!”

একই ঘটনা পর্দার ‘অপর্ণা’র সঙ্গেও ঘটেছে। যার জেরে মিশুক মেয়েটি আচমকা বদলে গেছে। সারাক্ষণ একমাত্র সন্তানের জীবনহানির শঙ্কায় কাঁটে। ভয়ে ঘরের বাইরে পা রাখতে চান না। লোকে তাকে ‘পাগলি’ বলে ডাকে!

সেই মেয়েটিই পড়শি হয়ে আসা এক মেয়ের জীবন রক্ষা করতে গিয়ে কত বড় অসাধ্যসাধন করেছে— তারই গল্প নিয়ে তৈরি এই ছবি।

“অপর্ণা ঘর থেকে বের হয় না বলেই সে গৃহস্থ, সেই নামে ছবির নাম” দাবি ঋতাভরীর।

ছবিতে তিনি ছাড়াও আরও অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, সাহেব ভট্টাচার্য, অনুষা বিশ্বনাথন-সহ আরও অনেকে। বিদেশে পুরো সিনেমার শুটিং হয়েছে।

অভিনেত্রীর দাবি, ছকভাঙা কিছু করবেন— এই ভাবনা গোটা দলের ছিল। তাই প্রত্যেকে মানসিক দিক থেকে জড়িয়ে পড়েছিলেন ‘গৃহস্থ’-র সঙ্গে। যেমন, মৈনাক পরিচালনার পাশাপাশি লাইট দেখেছেন। ঋতাভরী অভিনয়ের পাশাপাশি পোশাক বা দৃশ্যে ব্যবহৃত মুখোশ বেছে জোগাড় করেছেন। অ্যাকশন দৃশ্যে সকলের অভিনয় কেমন হবে, তার পরামর্শ দিয়েছেন সাহেব।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১২:২০:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
২০
Translate »

প্রেমের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই : ঋতাভরী

আপডেট : ১২:২০:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

বাড়ি ভীষণ ভালোবাসেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সদ্য নতুন বাড়ি বানিয়েছেন তিনি। গত শনিবার অন্দরমহলের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে, খুব যত্ন নিয়ে প্রতিটি ঘর সাজিয়েছেন অভিনেত্রী। 

কাকতালীয়ভাবে বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশ্যে ঋতাভরীর পরবর্তী ছবি ‘গৃহস্থ’-এর টিজার। সেখানে অভিনেত্রীর ‘অপর্ণা’ চরিত্রটি ভীষণ ঘরকুনো। বাড়ি থেকে বেরোতেই চায় না! বাস্তব আর কাল্পনিক চরিত্র কি রুপালি পর্দায় একাকার?

আনন্দবাজার অনলাইন যোগাযোগ করে জানতে চেয়েছিল অভিনেত্রীর কাছে। তিনি জানিয়েছেন, দরকারে বাড়িতে থাকতেই ভালোবাসেন তিনি।

এসকে মুভিজের পরবর্তী ছবি ‘গৃহস্থ’তে সেই চেনা মৈনাক ভৌমিক। সম্পর্ক আর রোমাঞ্চ দিয়ে বুনেছে সিনেমাটি। যেখানে প্রতিমুহূর্তে কী কী উত্তেজনা, গা ছমছমে রহস্য। টিজার দেখে অনেকেই ঋতাভরীকে ‘খুনি’ ভেবে নিচ্ছেন!

সাতটি দিন প্রেমের জন্য থাকলেও অলিখিতভাবে গোটা ফেব্রুয়ারিই যেন ভালোবাসার মৌসুম। আর ঋতাভরী কিনা তার অনুরাগীদের এমন একটা সময়েই ভয় দেখাচ্ছেন! কিন্তু কেন?

অভিনেত্রী হাসতে হাসতে পাল্টা প্রশ্ন ছুড়েছেন, “প্রেমের চেয়ে ভয়ঙ্কর আর কী হতে পারে? ঠিকঠাক প্রেম না হলে হৃদয় ভাঙে, ঘর ভাঙে, সংসার হয় তছনছ, মানুষের জীবন নষ্ট!”

একটু দম নিয়েই ফের অনর্গল বলতে লাগলেন, “এমন একজন কাউকে দেখাতে পারবেন, অন্তত একবার যার প্রেম ভাঙেনি!”

একই ঘটনা পর্দার ‘অপর্ণা’র সঙ্গেও ঘটেছে। যার জেরে মিশুক মেয়েটি আচমকা বদলে গেছে। সারাক্ষণ একমাত্র সন্তানের জীবনহানির শঙ্কায় কাঁটে। ভয়ে ঘরের বাইরে পা রাখতে চান না। লোকে তাকে ‘পাগলি’ বলে ডাকে!

সেই মেয়েটিই পড়শি হয়ে আসা এক মেয়ের জীবন রক্ষা করতে গিয়ে কত বড় অসাধ্যসাধন করেছে— তারই গল্প নিয়ে তৈরি এই ছবি।

“অপর্ণা ঘর থেকে বের হয় না বলেই সে গৃহস্থ, সেই নামে ছবির নাম” দাবি ঋতাভরীর।

ছবিতে তিনি ছাড়াও আরও অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, সাহেব ভট্টাচার্য, অনুষা বিশ্বনাথন-সহ আরও অনেকে। বিদেশে পুরো সিনেমার শুটিং হয়েছে।

অভিনেত্রীর দাবি, ছকভাঙা কিছু করবেন— এই ভাবনা গোটা দলের ছিল। তাই প্রত্যেকে মানসিক দিক থেকে জড়িয়ে পড়েছিলেন ‘গৃহস্থ’-র সঙ্গে। যেমন, মৈনাক পরিচালনার পাশাপাশি লাইট দেখেছেন। ঋতাভরী অভিনয়ের পাশাপাশি পোশাক বা দৃশ্যে ব্যবহৃত মুখোশ বেছে জোগাড় করেছেন। অ্যাকশন দৃশ্যে সকলের অভিনয় কেমন হবে, তার পরামর্শ দিয়েছেন সাহেব।