London ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘স্বৈরাচারের ধ্বংস করা দেশকে সামনে এগিয়ে নেওয়ার এখনই সময়’

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৫ বছর দেশকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। প্রায় আড়াই বছর আগে দেশের মানুষের সামনে আমরা ৩১ দফা দাবি উপস্থাপন করেছি ৷ এই ৩১ দফা হচ্ছে, বিগত ১৫ বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার শেখ হাসিনা যে দেশকে ধ্বংস করেছে, সেখান থেকে কীভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার পরিকল্পনা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে উদ্বোধনী (প্রথম পর্ব) অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দলের মতো দেশকেও পুনর্গঠন করতে হবে। আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকমভাবে দলকে পুনর্গঠিত করার উদ্যোগ নিয়েছি একইভাবে দেশকেও পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্রকে, রাষ্ট্র কাঠামোকে আমাদেরই মেরামত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে কমবেশি যতটুকু সম্ভব হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছে। হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে তা পারিনি কিন্তু তারপরও যতটুকু হয়েছে তা আপনাদের প্রিয় দল বিএনপিই করেছে।

তারেক রহমান বলেন, আজ সময় এসেছে, দেশকে পুনর্গঠন করতে আমাদের ঝাপিয়ে পড়তে হবে। দেশের শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে হবে, যাতে করে আগামী প্রজন্ম শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে। দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে। কৃষি ও কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে। দেশের শিল্পব্যবস্থাকে গড়ে তুলতে হবে। স্বাস্থ্যব্যবস্থাকে আমাদের পুনর্গঠন করতে হবে, যাতে দেশের প্রান্তিক মানুষের কাছে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি।

তিনি আরও বলেন, সম্মেলনে উপস্থিত কাউন্সিলররা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আপনারা সেই দুজন মানুষের সৈনিক যাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ এবং দেশের মানুষ। কাজেই বাংলাদেশের মানুষ আপনাদের দলের দিকে তাকিয়ে আছে যে, এই দলটি অতীতের মতো দেশের মানুষকে বিশ্বের সামনে এগিয়ে নিয়ে যাবে। কাজেই যেকোনো মূল্যে আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে দেশকে গড়ে তুলব।

এর আগে বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান সম্মেলনের উদ্বোধন করেন। দীর্ঘ ১৬ বছর পর আজ নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলি হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ প্রমুখ।

দুপুর ২টার পর থেকে শুরু হয় সম্মেলনের দ্বিতীয় পর্ব। এ পর্বে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে নড়াইল জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সহ-সভাপতি জুলফিকার আলী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ ও কামরুল ইসলাম। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
২১
Translate »

‘স্বৈরাচারের ধ্বংস করা দেশকে সামনে এগিয়ে নেওয়ার এখনই সময়’

আপডেট : ০২:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৫ বছর দেশকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। প্রায় আড়াই বছর আগে দেশের মানুষের সামনে আমরা ৩১ দফা দাবি উপস্থাপন করেছি ৷ এই ৩১ দফা হচ্ছে, বিগত ১৫ বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার শেখ হাসিনা যে দেশকে ধ্বংস করেছে, সেখান থেকে কীভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার পরিকল্পনা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে উদ্বোধনী (প্রথম পর্ব) অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দলের মতো দেশকেও পুনর্গঠন করতে হবে। আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকমভাবে দলকে পুনর্গঠিত করার উদ্যোগ নিয়েছি একইভাবে দেশকেও পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্রকে, রাষ্ট্র কাঠামোকে আমাদেরই মেরামত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে কমবেশি যতটুকু সম্ভব হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছে। হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে তা পারিনি কিন্তু তারপরও যতটুকু হয়েছে তা আপনাদের প্রিয় দল বিএনপিই করেছে।

তারেক রহমান বলেন, আজ সময় এসেছে, দেশকে পুনর্গঠন করতে আমাদের ঝাপিয়ে পড়তে হবে। দেশের শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে হবে, যাতে করে আগামী প্রজন্ম শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে। দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে। কৃষি ও কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে। দেশের শিল্পব্যবস্থাকে গড়ে তুলতে হবে। স্বাস্থ্যব্যবস্থাকে আমাদের পুনর্গঠন করতে হবে, যাতে দেশের প্রান্তিক মানুষের কাছে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি।

তিনি আরও বলেন, সম্মেলনে উপস্থিত কাউন্সিলররা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আপনারা সেই দুজন মানুষের সৈনিক যাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ এবং দেশের মানুষ। কাজেই বাংলাদেশের মানুষ আপনাদের দলের দিকে তাকিয়ে আছে যে, এই দলটি অতীতের মতো দেশের মানুষকে বিশ্বের সামনে এগিয়ে নিয়ে যাবে। কাজেই যেকোনো মূল্যে আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে দেশকে গড়ে তুলব।

এর আগে বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান সম্মেলনের উদ্বোধন করেন। দীর্ঘ ১৬ বছর পর আজ নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলি হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ প্রমুখ।

দুপুর ২টার পর থেকে শুরু হয় সম্মেলনের দ্বিতীয় পর্ব। এ পর্বে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে নড়াইল জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সহ-সভাপতি জুলফিকার আলী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ ও কামরুল ইসলাম। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন।