London ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, অধিকাংশে ক্লাস শুরু

ক্লাসপ্রতীকী ছবি

পর্যায়ক্রমে উপাচার্য নিয়োগের মাধ্যমে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা কাটতে শুরু করেছে। এ পর্যন্ত অন্তত ২০টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

তবে প্রায় অর্ধেক সংখ্যক বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয়নি। সেগুলোতে নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যেসব বিশ্ববিদ্যালয়ে এখনো নিয়োগ হয়নি সেগুলোতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জ্যেষ্ঠ অধ্যাপকদের মাধ্যমে জরুরি আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা হচ্ছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ছাড়াই একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। তবে উপাচার্য না থাকায় পুরোদমে কার্যক্রম চালাতে অসুবিধা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, তাদের পরিকল্পনা হচ্ছে, পুরোনো ও বড় বিশ্ববিদ্যালয়ে আগে উপাচার্য নিয়োগ দেওয়া। তারপর পর্যায়ক্রমে অন্যগুলোতে উপাচার্য নিয়োগ করা হবে। এ জন্য উপাচার্য নেই এমন বিশ্ববিদ্যালয়গুলোতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মাধ্যমে জরুরি আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে দেশে ৫৫টি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয় চালু আছে। এর মধ্যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চারটি। বাকি ৫১টি সরকারি বিশ্ববিদ্যালয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই সরকারের নিয়োগ দেওয়া প্রায় সব কটি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ শীর্ষ পর্যায়ের শিক্ষক-কর্মকর্তারা পদত্যাগ করেন। ফলে এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। অন্তর্বর্তী সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ দেওয়া শুরু করেছে।

গত ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয় অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে। আজ রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাস শুরু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, তাদের পরিকল্পনা হচ্ছে, পুরোনো ও বড় বিশ্ববিদ্যালয়ে আগে উপাচার্য নিয়োগ দেওয়া। তারপর পর্যায়ক্রমে অন্যগুলোতে উপাচার্য নিয়োগ করা হবে। এ জন্য উপাচার্য নেই এমন বিশ্ববিদ্যালয়গুলোতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মাধ্যমে জরুরি আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয় ৫ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব নতুন উপাচার্য হয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ে ১১ সেপ্টেম্বর থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। বিভিন্ন বিভাগে পরীক্ষাও চলছে। আজ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিচিতিমূলক ক্লাস বা অনুষ্ঠান হবে। এখানকার হলগুলো আগেই খুলে দেওয়া হয়। তবে নতুন করে হলে আসন বরাদ্দের বিষয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১২ সেপ্টেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পান পুরকৌশল বিভাগের অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। একই দিনে সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী। বুয়েটের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সেখানে এখন শিক্ষাক্রম স্বাভাবিকভাবে চলছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয় ৫ সেপ্টেম্বর। নতুন উপাচার্য হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এই বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য এবং কোষাধ্যক্ষও নিয়োগ হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয় ৫ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব নতুন উপাচার্য হয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ে ১১ সেপ্টেম্বর থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। বিভিন্ন বিভাগে পরীক্ষাও চলছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১ আগস্ট বিচ্ছিন্নভাবে বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়। যদিও গতি বাড়ে ২৫ আগস্টের পর। ১ সেপ্টেম্বর থেকে পুরোদমে ক্লাস-পরীক্ষা চলছে।

১৯ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। তবে এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা শুরু হয় ১ সেপ্টেম্বর। এখানকার আবাসিক হলগুলো খোলা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১ আগস্ট বিচ্ছিন্নভাবে বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়। যদিও গতি বাড়ে ২৫ আগস্টের পর। ১ সেপ্টেম্বর থেকে পুরোদমে ক্লাস-পরীক্ষা চলছে।

টাঙ্গাইলে অবস্থিত মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ। ১৮ সেপ্টেম্বর নিয়োগ পান তিনি। গতকাল শনিবার যোগদান করেছেন। এখানে ক্লাস শুরু হয়েছে ১৮ আগস্ট। আবাসিক হল খুলে দেওয়া হয় ১৭ আগস্ট।

১৮ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান একই বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি ইতিমধ্যে যোগ দিয়েছেন। এখানেও ক্লাস শুরু হয় ১৮ আগস্ট থেকে।

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে ১৮ সেপ্টেম্বর নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। তিনি এরই মধ্যে যোগদানপত্র জমা দিয়েছেন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা এর আগেই শুরু হয়।

খুলনায় তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়। তিনটিতেই ইতিমধ্যে ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মাছুদ। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আগের উপাচার্যই রয়েছেন। আর খুলনা বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয়নি।

ক্লাসের অপেক্ষায়

সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। ১৮ সেপ্টেম্বর তিনি নিয়োগ পান। আজ রোববার তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। তবে সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ যোগ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানকার হলগুলো ২৬ আগস্ট থেকে বন্ধ রয়েছে। এর মধ্যে কয়েকটি বিভাগে অনলাইনে ক্লাস শুরু হলেও অধিকাংশ বিভাগে ক্লাস শুরু হয়নি। সশরীর ক্লাস শুরুর সিদ্ধান্ত হবে উপাচার্য যোগদানের পর সিন্ডিকেট সভায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ রয়েছে ১ জুলাই থেকে। গত ৫ আগস্ট সরকার পতনের পর ১৯ আগস্ট থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছিল সিন্ডিকেট। তবে শিক্ষার্থীদের দাবির মুখে এই সিদ্ধান্ত স্থগিত হয়। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সীমিত আকারে চলছে। আবাসিক হলগুলোও বন্ধ রয়েছে। ১৮ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

খুলনায় তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়। তিনটিতেই ইতিমধ্যে ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মাছুদ। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আগের উপাচার্যই রয়েছেন। আর খুলনা বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় এখনো বন্ধ। নবনিযুক্ত উপাচার্য দায়িত্ব নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে ক্লাস ও পরীক্ষা সশরীর নেওয়ার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন উপাচার্য।

১৮ সেপ্টেম্বর রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক মো. শওকত আলী। তিনি ঘোষণা দিয়েছেন ২৯ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

উপাচার্য নেই, নিয়োগের দাবিতে আন্দোলন

গাজীপুরে অবস্থিত বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে আইন হয় ২০১৬ সালে। তার দুই বছর পর ২০১৮ সালের জুনে পুরোদমে কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয়টি। সরকার পরিবর্তনের পর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও পদত্যাগ করেন। এখনো নতুন উপাচার্য নিয়োগ হয়নি।

অবশ্য এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী গতকাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, তাঁদের একাডেমিক ক্লাস চলছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এখনো নতুন উপাচার্য নিয়োগ হয়নি। তবে একজন জ্যেষ্ঠ শিক্ষক প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করছেন। এখানে ক্লাস শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। তবে এই দুই বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে বলে জানা গেছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এখনো নতুন উপাচার্য নিয়োগ হয়নি। তবে একজন জ্যেষ্ঠ শিক্ষক প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করছেন। এখানে ক্লাস শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর।

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও ছয়টি হলের প্রভোস্টসহ কয়েকটি শীর্ষ পদ ফাঁকা রয়েছে। এ জন্য সশরীর ক্লাস ও পরীক্ষা শুরু করতে নিরাপদ বোধ করছেন না শিক্ষক ও শিক্ষার্থীরা। আজকের মধ্যে উপাচার্য নিয়োগের সময় (আলটিমেটাম) বেঁধে দিয়েছেন সেখানকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ দাবিতে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এর আগে শুক্রবার বিকেলেও একই দাবিতে সড়ক অবরোধ এবং গত সপ্তাহে দুই দফায় বিক্ষোভ সমাবেশে করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকলে অনেক কাজেই ব্যাঘাত ঘটে। তাই শিক্ষা ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার জন্য যত দ্রুত সম্ভব যোগ্য শিক্ষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া দরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান

উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও আর্থিক বিষয়ে দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ অধ্যাপক আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। তিনি প্রথম আলোকে বলেন, সব বিভাগের ডিন, সভাপতিসহ অন্যান্য শিক্ষককে নিয়ে সভা করা হয়েছে। এই সপ্তাহের মধ্যে সশরীর ক্লাস নেওয়ার ব্যাপারে সবাই ইতিবাচক। আজ আরেকটি সভা হবে। আশা করা যাচ্ছে, এই সপ্তাহের মধ্যে সশরীর ক্লাস শুরু হবে। তবে পরীক্ষা নেওয়া হয়তো সম্ভব হবে না। এ বিষয়ে উপাচার্য নিয়োগ পাওয়ার পর সিদ্ধান্ত হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকলে অনেক কাজেই ব্যাঘাত ঘটে। তাই শিক্ষা ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার জন্য যত দ্রুত সম্ভব যোগ্য শিক্ষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া দরকার।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:৪৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
৬৩
Translate »

অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, অধিকাংশে ক্লাস শুরু

আপডেট : ০২:৪৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

ক্লাসপ্রতীকী ছবি

পর্যায়ক্রমে উপাচার্য নিয়োগের মাধ্যমে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা কাটতে শুরু করেছে। এ পর্যন্ত অন্তত ২০টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

তবে প্রায় অর্ধেক সংখ্যক বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয়নি। সেগুলোতে নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যেসব বিশ্ববিদ্যালয়ে এখনো নিয়োগ হয়নি সেগুলোতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জ্যেষ্ঠ অধ্যাপকদের মাধ্যমে জরুরি আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা হচ্ছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ছাড়াই একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। তবে উপাচার্য না থাকায় পুরোদমে কার্যক্রম চালাতে অসুবিধা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, তাদের পরিকল্পনা হচ্ছে, পুরোনো ও বড় বিশ্ববিদ্যালয়ে আগে উপাচার্য নিয়োগ দেওয়া। তারপর পর্যায়ক্রমে অন্যগুলোতে উপাচার্য নিয়োগ করা হবে। এ জন্য উপাচার্য নেই এমন বিশ্ববিদ্যালয়গুলোতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মাধ্যমে জরুরি আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে দেশে ৫৫টি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয় চালু আছে। এর মধ্যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চারটি। বাকি ৫১টি সরকারি বিশ্ববিদ্যালয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই সরকারের নিয়োগ দেওয়া প্রায় সব কটি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ শীর্ষ পর্যায়ের শিক্ষক-কর্মকর্তারা পদত্যাগ করেন। ফলে এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। অন্তর্বর্তী সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ দেওয়া শুরু করেছে।

গত ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয় অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে। আজ রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাস শুরু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, তাদের পরিকল্পনা হচ্ছে, পুরোনো ও বড় বিশ্ববিদ্যালয়ে আগে উপাচার্য নিয়োগ দেওয়া। তারপর পর্যায়ক্রমে অন্যগুলোতে উপাচার্য নিয়োগ করা হবে। এ জন্য উপাচার্য নেই এমন বিশ্ববিদ্যালয়গুলোতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মাধ্যমে জরুরি আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয় ৫ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব নতুন উপাচার্য হয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ে ১১ সেপ্টেম্বর থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। বিভিন্ন বিভাগে পরীক্ষাও চলছে। আজ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিচিতিমূলক ক্লাস বা অনুষ্ঠান হবে। এখানকার হলগুলো আগেই খুলে দেওয়া হয়। তবে নতুন করে হলে আসন বরাদ্দের বিষয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১২ সেপ্টেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পান পুরকৌশল বিভাগের অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। একই দিনে সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী। বুয়েটের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সেখানে এখন শিক্ষাক্রম স্বাভাবিকভাবে চলছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয় ৫ সেপ্টেম্বর। নতুন উপাচার্য হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এই বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য এবং কোষাধ্যক্ষও নিয়োগ হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয় ৫ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব নতুন উপাচার্য হয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ে ১১ সেপ্টেম্বর থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। বিভিন্ন বিভাগে পরীক্ষাও চলছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১ আগস্ট বিচ্ছিন্নভাবে বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়। যদিও গতি বাড়ে ২৫ আগস্টের পর। ১ সেপ্টেম্বর থেকে পুরোদমে ক্লাস-পরীক্ষা চলছে।

১৯ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। তবে এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা শুরু হয় ১ সেপ্টেম্বর। এখানকার আবাসিক হলগুলো খোলা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১ আগস্ট বিচ্ছিন্নভাবে বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়। যদিও গতি বাড়ে ২৫ আগস্টের পর। ১ সেপ্টেম্বর থেকে পুরোদমে ক্লাস-পরীক্ষা চলছে।

টাঙ্গাইলে অবস্থিত মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ। ১৮ সেপ্টেম্বর নিয়োগ পান তিনি। গতকাল শনিবার যোগদান করেছেন। এখানে ক্লাস শুরু হয়েছে ১৮ আগস্ট। আবাসিক হল খুলে দেওয়া হয় ১৭ আগস্ট।

১৮ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান একই বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি ইতিমধ্যে যোগ দিয়েছেন। এখানেও ক্লাস শুরু হয় ১৮ আগস্ট থেকে।

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে ১৮ সেপ্টেম্বর নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। তিনি এরই মধ্যে যোগদানপত্র জমা দিয়েছেন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা এর আগেই শুরু হয়।

খুলনায় তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়। তিনটিতেই ইতিমধ্যে ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মাছুদ। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আগের উপাচার্যই রয়েছেন। আর খুলনা বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয়নি।

ক্লাসের অপেক্ষায়

সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। ১৮ সেপ্টেম্বর তিনি নিয়োগ পান। আজ রোববার তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। তবে সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ যোগ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানকার হলগুলো ২৬ আগস্ট থেকে বন্ধ রয়েছে। এর মধ্যে কয়েকটি বিভাগে অনলাইনে ক্লাস শুরু হলেও অধিকাংশ বিভাগে ক্লাস শুরু হয়নি। সশরীর ক্লাস শুরুর সিদ্ধান্ত হবে উপাচার্য যোগদানের পর সিন্ডিকেট সভায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ রয়েছে ১ জুলাই থেকে। গত ৫ আগস্ট সরকার পতনের পর ১৯ আগস্ট থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছিল সিন্ডিকেট। তবে শিক্ষার্থীদের দাবির মুখে এই সিদ্ধান্ত স্থগিত হয়। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সীমিত আকারে চলছে। আবাসিক হলগুলোও বন্ধ রয়েছে। ১৮ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

খুলনায় তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়। তিনটিতেই ইতিমধ্যে ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মাছুদ। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আগের উপাচার্যই রয়েছেন। আর খুলনা বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় এখনো বন্ধ। নবনিযুক্ত উপাচার্য দায়িত্ব নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে ক্লাস ও পরীক্ষা সশরীর নেওয়ার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন উপাচার্য।

১৮ সেপ্টেম্বর রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক মো. শওকত আলী। তিনি ঘোষণা দিয়েছেন ২৯ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

উপাচার্য নেই, নিয়োগের দাবিতে আন্দোলন

গাজীপুরে অবস্থিত বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে আইন হয় ২০১৬ সালে। তার দুই বছর পর ২০১৮ সালের জুনে পুরোদমে কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয়টি। সরকার পরিবর্তনের পর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও পদত্যাগ করেন। এখনো নতুন উপাচার্য নিয়োগ হয়নি।

অবশ্য এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী গতকাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, তাঁদের একাডেমিক ক্লাস চলছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এখনো নতুন উপাচার্য নিয়োগ হয়নি। তবে একজন জ্যেষ্ঠ শিক্ষক প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করছেন। এখানে ক্লাস শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। তবে এই দুই বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে বলে জানা গেছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এখনো নতুন উপাচার্য নিয়োগ হয়নি। তবে একজন জ্যেষ্ঠ শিক্ষক প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করছেন। এখানে ক্লাস শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর।

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও ছয়টি হলের প্রভোস্টসহ কয়েকটি শীর্ষ পদ ফাঁকা রয়েছে। এ জন্য সশরীর ক্লাস ও পরীক্ষা শুরু করতে নিরাপদ বোধ করছেন না শিক্ষক ও শিক্ষার্থীরা। আজকের মধ্যে উপাচার্য নিয়োগের সময় (আলটিমেটাম) বেঁধে দিয়েছেন সেখানকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ দাবিতে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এর আগে শুক্রবার বিকেলেও একই দাবিতে সড়ক অবরোধ এবং গত সপ্তাহে দুই দফায় বিক্ষোভ সমাবেশে করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকলে অনেক কাজেই ব্যাঘাত ঘটে। তাই শিক্ষা ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার জন্য যত দ্রুত সম্ভব যোগ্য শিক্ষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া দরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান

উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও আর্থিক বিষয়ে দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ অধ্যাপক আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। তিনি প্রথম আলোকে বলেন, সব বিভাগের ডিন, সভাপতিসহ অন্যান্য শিক্ষককে নিয়ে সভা করা হয়েছে। এই সপ্তাহের মধ্যে সশরীর ক্লাস নেওয়ার ব্যাপারে সবাই ইতিবাচক। আজ আরেকটি সভা হবে। আশা করা যাচ্ছে, এই সপ্তাহের মধ্যে সশরীর ক্লাস শুরু হবে। তবে পরীক্ষা নেওয়া হয়তো সম্ভব হবে না। এ বিষয়ে উপাচার্য নিয়োগ পাওয়ার পর সিদ্ধান্ত হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকলে অনেক কাজেই ব্যাঘাত ঘটে। তাই শিক্ষা ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার জন্য যত দ্রুত সম্ভব যোগ্য শিক্ষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া দরকার।