পাংশায় দুর্বৃত্তদের হামলায় আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ আহত ৭
![](https://londonbdtv.co.uk/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রব মুনা বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় চেয়ারম্যান সহ আহত ৭ জন।
আহতরা হলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস, তার ভাই আব্দুর রহিম ওতুল, সাজেদুর রহমান ডাবলু, এনামুল হক বাবলু, তার ভাতিজাসহ বাড়ির আরো দুই মহিলা আহত হয়েছেন। এ ঘটনায় হামলা চালিয়ে ভাঙচুর করে স্বর্নলংকার, নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
চেয়ারম্যানের ভাই এনামুল হক বাবলু জানান, বুধবার দিবাগত রাত ১২টার সময় একদল দুর্বৃত্ত দেশীয় আগ্নেয়াস্ত্র সহ আমাদের এসে সমস্ত ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে আমাদের সবাইকে এলোপাথাড়ি কুপিয়ে সমস্ত মালামাল ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়।
পরে যারা গুরুতর আহত তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সরকারি হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে পুলিশ সহকারি সুপার পাংশা (সার্কেল) দেবব্রত সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।