London ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:

মোবাইলে সংবাদ পড়েন ৫৯ শতাংশ মানুষ

অনলাইন ডেস্ক

দেশের ৫৯ শতাংশ মানুষ মোবাইলফোনে গণমাধ্যমের অনলাইন সংস্করণে খবর পড়েন। আর সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) ব্যবহারকারীদের ৩১ শতাংশই খবরের জন্য ফেসবুকে আস্থা রাখেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ চিত্র উঠে এসেছে। জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের প্রেক্ষাপটে পাঠক, দর্শক ও শ্রোতাদের মনোভাব জানার জন্য পরিচালিত এ জরিপের ফল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, মুদ্রিত খবরের কাগজ না পড়লেও ৫৯ শতাংশ উত্তরদাতা মোবাইলফোনে অনলাইন সংস্করণ দেখেন। কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবের মাধ্যমে পত্রিকার অনলাইন সংস্করণ দেখেন বলে জানিয়েছেন আড়াই শতাংশ উত্তরদাতা। সামগ্রিকভাবে ৮৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা গণমাধ্যমের জন্য মোবাইলফোন ব্যবহার করেন। এক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের হার সাত শতাংশ।

গণমাধ্যমের ব্যবহার নিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপকভিত্তিক এ ধরনের জরিপ দেশে এটিই প্রথম। অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য এ জরিপ করা হয়েছে।

জরিপে বলা হয়, খবরের জন্য ৩১ শতাংশ উত্তরদাতার আস্থা রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক)। এরপর ইউটিউবে ১৬ দশমিক ৫ শতাংশ। কোনোকিছু শেখা বা জ্ঞানার্জনের জন্য প্রচলিত গণমাধ্যমের চেয়ে শিক্ষকের ওপরই ভরসা বেশি। এক্ষেত্রে ৪২ শতাংশ উত্তরদাতার কাছে শিক্ষকরাই সর্বাধিক বিশ্বাসযোগ্য।

গণমাধ্যমবিষয়ক জাতীয় এ জনমত জরিপে, অংশগ্রহণকারীদের ৭৩ শতাংশ জানিয়েছেন তারা মুদ্রিত (ছাপা) সংবাদপত্র পড়েন না। কারণ হিসেবে ৪৬ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, খবরের কাগজ পড়ার প্রয়োজন মনে করেন না তারা। টেলিভিশনের ক্ষেত্রে এর হার ৫৩ শতাংশের বেশি। জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ মানুষ জানিয়েছেন তারা টেলিভিশন দেখেন।

চলতি বছরের শুরু থেকে সাত জানুয়ারি দেশের ৬৪ জেলায় ৪৫ হাজার খানা (হাউজহোল্ড) থেকে ১০ বছরের বেশি বয়সের সদস্য থেকে উত্তর সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে গণমাধ্যমের বিস্তার, মানুষের সংবাদ পড়ার অভ্যাসের পরিবর্তন, গণমাধ্যমের ওপর মানুষের আস্থা, গণমাধ্যমের স্বাধীনতাসহ অনেক বিষয় প্রতিফলন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১২:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
Translate »

মোবাইলে সংবাদ পড়েন ৫৯ শতাংশ মানুষ

আপডেট : ১২:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

দেশের ৫৯ শতাংশ মানুষ মোবাইলফোনে গণমাধ্যমের অনলাইন সংস্করণে খবর পড়েন। আর সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) ব্যবহারকারীদের ৩১ শতাংশই খবরের জন্য ফেসবুকে আস্থা রাখেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ চিত্র উঠে এসেছে। জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের প্রেক্ষাপটে পাঠক, দর্শক ও শ্রোতাদের মনোভাব জানার জন্য পরিচালিত এ জরিপের ফল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, মুদ্রিত খবরের কাগজ না পড়লেও ৫৯ শতাংশ উত্তরদাতা মোবাইলফোনে অনলাইন সংস্করণ দেখেন। কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবের মাধ্যমে পত্রিকার অনলাইন সংস্করণ দেখেন বলে জানিয়েছেন আড়াই শতাংশ উত্তরদাতা। সামগ্রিকভাবে ৮৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা গণমাধ্যমের জন্য মোবাইলফোন ব্যবহার করেন। এক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের হার সাত শতাংশ।

গণমাধ্যমের ব্যবহার নিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপকভিত্তিক এ ধরনের জরিপ দেশে এটিই প্রথম। অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য এ জরিপ করা হয়েছে।

জরিপে বলা হয়, খবরের জন্য ৩১ শতাংশ উত্তরদাতার আস্থা রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক)। এরপর ইউটিউবে ১৬ দশমিক ৫ শতাংশ। কোনোকিছু শেখা বা জ্ঞানার্জনের জন্য প্রচলিত গণমাধ্যমের চেয়ে শিক্ষকের ওপরই ভরসা বেশি। এক্ষেত্রে ৪২ শতাংশ উত্তরদাতার কাছে শিক্ষকরাই সর্বাধিক বিশ্বাসযোগ্য।

গণমাধ্যমবিষয়ক জাতীয় এ জনমত জরিপে, অংশগ্রহণকারীদের ৭৩ শতাংশ জানিয়েছেন তারা মুদ্রিত (ছাপা) সংবাদপত্র পড়েন না। কারণ হিসেবে ৪৬ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, খবরের কাগজ পড়ার প্রয়োজন মনে করেন না তারা। টেলিভিশনের ক্ষেত্রে এর হার ৫৩ শতাংশের বেশি। জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ মানুষ জানিয়েছেন তারা টেলিভিশন দেখেন।

চলতি বছরের শুরু থেকে সাত জানুয়ারি দেশের ৬৪ জেলায় ৪৫ হাজার খানা (হাউজহোল্ড) থেকে ১০ বছরের বেশি বয়সের সদস্য থেকে উত্তর সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে গণমাধ্যমের বিস্তার, মানুষের সংবাদ পড়ার অভ্যাসের পরিবর্তন, গণমাধ্যমের ওপর মানুষের আস্থা, গণমাধ্যমের স্বাধীনতাসহ অনেক বিষয় প্রতিফলন হয়েছে।