নেত্রকোণার দুর্গাপুরে সুসং সরকারি মহাবিদ্যালয় ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত
![](https://londonbdtv.co.uk/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে সুসং সরকারি মহাবিদ্যালয়ের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
এই কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে হিমেল মিয়াকে সভাপতি,পিয়াস শীলকে সাধারণ সম্পাদক ও জান্নাতুল ফেরদাউস জান্নাত কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট সুসং সরকারি মহাবিদ্যালয় কমিটি গঠন করা হয়। পরে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি নুর আলম খান, সহ-সভাপতি নূর আলম সিদ্দিকী, সহ-সভাপতি নাজমুল কবীর,সহ-সাধারণ সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ।
নব গঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন,ছাত্র ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই কমিটি গঠনের মধ্য দিয়ে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হলো তা যথাযথভাবে পালন করবো। ছাত্র ইউনিয়নকে এগিয়ে নিতে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবো।
নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়ে উপজেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন,তরুণরাই একটি দেশের,একটি সমাজের অন্যতম প্রাণশক্তি। তারাই সমাজকে আলোকিত করতে পারে। ছাত্র ইউনিয়ন সর্বদাই সমাজের অন্ধকার দূর করে,বৈষম্য দূর করে আলোর পথে দিশারী হয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমরা বৈষম্যমুক্ত সমাজ ও দেশ বিনির্মাণে সর্বদাই তৎপর