১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুন, ৫০ লাখ টাকার ক্ষতি
বরগুনার আমতলীর খেকুয়ানী বাজারের ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে হয়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাত ১টা ১৫ এর সময়।জানা গেছে, খেকুয়ানী বাজারের চৌরাস্তার উত্তর দিকে রাত ১টা ১৫ এর দিকে বেল্লালের চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এতে নুর আলম. এাহিন, জামাল, ইমরান, বেল্লাল, সজরুল পরিমল, রুস্তম মৃধা, মনির, সোহাগ, ছত্তার হেলাল দেলোয়ারের দোকান পুড়ে যায়। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী জামাল বলেন, বেল্লালের চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিয়ে ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখায় ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের গাড়ী খেুকুয়ানী ঝুকি পূর্ন ব্রিজ দিয়ে না আসতে পারার কারনে এতোগুলো ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে।
মুদি মনোহরদি ব্যবসায়ী শাহিন কান্নাজরিত কন্ঠে বলেন, মোর সব শ্যষ হইয়া গ্যাছে। মুই জীবনে যা কামাই হরছি হ্যা সব পুইরা ছাই অইয়্যা গেছে। মোর নগদ দের লক্ষ টাকাসহ অন্তত ৮ লক্ষ টাকার মালামাল পুইরা গ্যাছে। ফায়ার সার্ভিসৈর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো, আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেয়া হবে।