৯ দিন ধরে নিখোঁজ সামিরা,এলাকার বাসির মানব বন্ধনে প্রশাসনের গাফলতির অভিযোগ

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামে টানা ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে ১ম শ্রেণির ছাত্রী সামিরা (৬)। মেয়ের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার ও এলাকাবাসী তার সন্ধান দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর ) সকালে ঘুগরাকাটি বাজারে মাদ্রাসা গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিখোঁজ সামিরার পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।জানা গেছে, গত ২৬ শে আগষ্ট বিকালে সামিরা ঘুগরাকাটি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে যার নং । নিখোঁজ সামিরার পরিবারের অভিযোগ পুলিশ প্রশাসনের কোন সহযোগিতা তারা পাচ্ছেন না। সামিরা কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের মো. শাহআলম গাতিদারের মেয়ে।
মানববন্ধনে সামিরার পরিবার জানায় আমাদের মেয়েকে আজ ৯ দিন ধরে দেখি না। কোথায় গেল, কে নিয়ে গেল কিছুই জানি না। আমাদের মেয়ের মুখটা আবার দেখতে চাই, আমরা তাকে ফেরত চাই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায় আমরা প্রশাসনের কাছে আকুল অনুরোধ করছি আমাদের মেয়েকে খুঁজে দিন। মানববন্ধনে বক্তব্য দেন মোঃ আঃ মান্নান গাতিদার, আঃ সামাদ, ইয়াছিন আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক জানান, নিখোঁজ মেয়েটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। খুলনা জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন।