৭-১ গোলের বিশাল জয় বার্সেলোনার
লা লিগায় টানা চার ম্যাচে জয়হীন থাকার পর, বার্সেলোনা রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৭-১ গোলের বিধ্বংসী এক জয় তুলে নিয়েছে। ম্যাচের নায়ক ছিলেন তরুণ খেলোয়াড় ফার্মিন লোপেজ, যিনি দুই গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন।
এই জয়ের ফলে হ্যান্সি ফ্লিকের দল পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে তিন পয়েন্ট পিছিয়ে এবং শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে সাত পয়েন্ট কম। অন্যদিকে, অবনমন হুমকিতে থাকা ভ্যালেন্সিয়া ১৬ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে অবস্থান করছে।
ম্যাচের তৃতীয় মিনিটেই ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং লামিন ইয়ামালের ক্রস থেকে বলটি দারুণভাবে জালে পাঠিয়ে বার্সেলোনাকে এগিয়ে নেন। পরে ডি ইয়ংয়ের পাস থেকেই আলেহান্দ্রো বালদে ফেরান তোরেসকে অ্যাসিস্ট করেন, যিনি দ্বিতীয় গোলটি করেন।
রাফিনিয়া ১৫ মিনিটের আগেই তৃতীয় গোলটি করেন। ভ্যালেন্সিয়া গোলরক্ষক জর্জি মামারদাশভিলির ভুল কাজে লাগিয়ে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান।
ফার্মিন লোপেজ ২৪ মিনিটে দলের চতুর্থ গোল করেন এবং প্রথমার্ধেই দূরপাল্লার একটি শটে পঞ্চম গোলটি যোগ করেন।
দ্বিতীয়ার্ধে ভ্যালেন্সিয়ার হয়ে হুগো দুরো একটি সান্ত্বনাসূচক গোল করেন। তবে, ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নামা রবার্ট লেওয়ানডস্কি এবং ভ্যালেন্সিয়ার সিজার তারেগার আত্মঘাতী গোলে ৭-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।