৭ রাজ্যে জারি জরুরি অবস্থা ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়। আর এই তুষারঝড়ের জেরে বিপর্যস্ত জনজীবন। রবিবার রাতে ওহাইও নদী উপত্যকা থেকে মধ্য আটলান্টিকের দিকে এই ঝড়। এরজেরেই সোমবার ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাই পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেইজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাত রাজ্যে জারি হয়েছে জরুরি অবস্থা।
প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে, ঝড়ের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে রয়েছে ভারী তুষারপাতের সম্ভাবনা। খুব প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ি থেকে না বেরনোর নির্দেশ দেয়া হয়েছে। এদিন কানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কারণ, দক্ষিণের ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত ১৫ থেকে ৩০ সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাই ১ হাজার ৫০০ বিমান বাতিল করা হয়েছে।
সেইসঙ্গে সিনসিনাটি, ওয়াশিংটন, ফিলাডেলফিয়ায় তুষার ঝড়ের জন্য বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল এবং কলেজ। জানা গিয়েছে ভয়াবহ তুষারঝড়ের জেরে মিসৌরি, ইলিনয়, লুইজিয়ানা ও কেনটাকির প্রায় দেড় লাখ বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্টাকি।
এই পরিস্থিতি নিয়ে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক বিবৃতিতে বলেন, ‘এই শীতকালীন ঝড়টির জন্য বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। বরফের জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। প্রশাসনের তরফ থেকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।’ একথায় বলা যায়, তুষারঝড়ের জেরে ভয়াবহ পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রে।