৭০ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর
লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে গোষ্ঠীটি। ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা অবশ্য এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।
তবে গত সপ্তাহে এক বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে ৫৫ জন ইসরায়েলি সেনা নিহতের দাবি করা হয়েছিল। ফলে এই মুহূর্তে এটি স্পষ্ট নয় যে গত কয়েক দিনে গোষ্ঠীটি ৭০ জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে না কি ১৫ জনকে হত্যা করেছে। ৫৫’র সঙ্গে ১৫ যোগ করলে যোগফল ৭০ হয়।এদিকে পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫০ জন ইসরায়েলি সেনা। এদের মধ্যে ২০ জন নিহত হয়েছেন লেবাননে সামরিক অভিযান চালানোর সময়, বাকি ৩০ জনের মৃত্যু হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ বাহিনীর ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে।
প্রসঙ্গত, ইসরায়েল এবং লেবানন প্রতিবেশী দেশ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পাশেই লেবাননের দক্ষিণাঞ্চল। হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোর অবস্থানও ইসরায়েলের সীমান্তঘেঁষা দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে।