কুয়েতে অবস্থানরত বিশিষ্ট প্রবাসী রাজনীতিক মোঃ শের আলী খান স্বপন, আহব্বায়ক:হাওয়াল্লী প্রদেশ বিএনপি, কুয়েত; সহ-সভাপতি:জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটি; প্রতিষ্ঠাতা : দেশনায়ক ফাউন্ডেশন; এবং একজন সফল সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে প্রবাসী বাংলাদেশিদের কাছে ইতোমধ্যেই সুপরিচিত একটি নাম।
তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে কুয়েতে বিএনপি ও দেশনায়ক ফাউন্ডেশনের কার্যক্রম নতুন গতি ও প্রাণ ফিরে পেয়েছে। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি দলের আদর্শ প্রচার ও প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় তার ভূমিকা প্রশংসনীয়।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে তিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। এমনকি দূতাবাস-সংক্রান্ত নানা প্রকার বৈষম্য ও বাধার মুখে পড়েছেন বলেও অভিযোগ রয়েছে। একাধিকবার দেশে ফেরার চেষ্টা করলেও স্বৈরাচারী সরকারের সময়ে তার দেশে ফেরা সম্ভব হয়নি। তবুও তিনি প্রবাস থেকে তার এলাকার মানুষ ও দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন।
দেশে না থেকেও তিনি ৬৮/১ পাবনা-১ (সাথিয়া) আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার সততা, দলপ্রেম ও প্রবাসে অক্লান্ত পরিশ্রমের কারণে স্থানীয় নেতা-কর্মীরা তাকে বিএনপির শক্ত নেতৃত্বের প্রতীক হিসেবে দেখছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে স্থানীয় ও প্রবাসী বিএনপি নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেছেন। পোস্টার, ব্যানার, ও অনলাইন প্রচারের মাধ্যমে তারা দাবি জানাচ্ছেন "মোঃ শের আলী খান স্বপন"কে ধানের শীষ প্রতীকে প্রার্থী করা হোক।
নেতা-কর্মীদের বিশ্বাস, যদি তিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী হন, তবে পাবনা-১ আসনে বিএনপি নতুন করে শক্ত অবস্থান তৈরি করতে পারবে এবং দলকে পুনরুজ্জীবিত করতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় রাজনীতিবিদ ও সাধারণ জনগণের মন্তব্য, “শের আলী খান স্বপন শুধু একজন রাজনীতিক নন, তিনি মানবতার প্রতীক ও প্রবাসী সমাজের প্রেরণা। তার নেতৃত্বে এলাকায় উন্নয়ন, ঐক্য ও রাজনৈতিক ভারসাম্য ফিরে আসবে।”
সবমিলিয়ে, আসন্ন নির্বাচনে পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মোঃ শের আলী খান স্বপনের নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।