যা করার প্রথম লেগেই করে রেখেছিল বার্সেলোনা। বরুসিয়া ডর্টমুন্ডের ফেরার সব পথ প্রায় বন্ধ করে রেখেছিল কাতালানরা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে ৪-০ ব্যবধানে ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছিল হানসি ফ্লিকের দল।
বুধবার দ্বিতীয় লেগে নিজেদের মাঠে আগের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করে ডর্টমুন্ড। এতে কিছুটা সফলও হয় জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। তবে শেষ পর্যন্ত ফলাফলকে নিজেদের পক্ষে আনতে পারেনি। ফিরতি লেগে ৩-১ গোলে জিতেছে বটে, দুই লেগ মিলিয়ে হেরে বার্সার কাছে হেরে গেছে ৫-৩ ব্যবধানে। এতে ৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে গেছে স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সা।