দুজনই ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় দুই সুপারস্টার অমিতাভ বচ্চন-রজনীকান্ত। ক্যারিয়ারের শুরুতে একসঙ্গে কাজও করেছেন কয়েকটি হিট চলচ্চিত্রে। এরপর কেটে গেছে ৩৩ বছর আর একসঙ্গে পর্দায় ফেরা হয়নি এই দুই কিংবদন্তির।
তবে দীর্ঘ এ বিরতির পর জনপ্রিয় দুই তারকাকে পাওয়া গেল এক সিনেমায়। টি জে জ্ঞানভেল পরিচালিত ‘ভেটাইয়ান’ মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। পর্দায় দুই তারকার পুনর্মিলন ছাড়াও ভক্তদের জন্য ছিল আনন্দের আরও একটি উপলক্ষ।
‘ভেটাইয়ান’ পুলিশি তদন্ত ধরনের সিনেমা। এক শিক্ষিকা ধর্ষণের শিকার হয়। সেই ঘটনার তদন্ত শুরু করে এসপি আথিয়ান ওরফে আথি (রজনীকান্ত)। কিন্তু তদন্ত করতে গিয়ে এনকাউন্টারের সময় তার হাতে মারা যায় এক নিরপরাধ ব্যক্তি। ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।
এ সিনেমায় মূলত নির্মাতা টি জে জ্ঞানভেল পুলিশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বার্তা দিতে চেয়েছেন। সমালোচকেরা মনে করেন, বাস্তবঘেঁষা গল্প হওয়ায় ছবিটি তরুণ প্রজন্মও পছন্দ করবে।
রজনীকান্ত, অমিতাভ বচ্চন ছাড়াও এ ছবিতে নির্মাতা কার্যত তারকার সমাবেশ ঘটিয়েছেন। আছেন ফাহাদ ফাসিল, রান্না দুগ্গাবতি, মঞ্জু ওয়ারিয়রের মতো তারকারা।