৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কোনো ফ্যাসিস্ট জন্মাবে না- সৈয়দ মোঃ ফয়সল

হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত ৩১দফা বাস্তবায়ন হলে দেশ আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না।দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, কৃষকের পন্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকীকরণ, বেকারত্ব নিরসনে যুবকদের কর্মসংস্থান, মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেই বিএনপি ঘোষিত ৩১ দফা। আমি যদি আপনাদের ভোটে বিজয়ী হই তাহলে গ্রামাঞ্চলে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, কৃষি ও চা-বাগান খাতের উন্নয়ন, যুব ও মহিলা ক্ষমতায়ন, এবং সবার জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ। বুধবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার রতনপুর ঈদ গাঁ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত তার সমর্থনে এক নিবার্চনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃশাহজাহান বলেন-আমাদের বিভিন্ন ইসুতে ভিন্ন মত থাকতে পারে কিন্তু এদেশের মানুষের জন্য আমরা সকলে বিভাজন ভুলে গিয়ে মিলে মিশে কাজ করতে হবে।ধানের শীষ বিএনপির প্রতিষ্টাতাশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক। তাই এ প্রতীককে বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান,সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহসভাপতি এসএম জাবেদ, যুগ্ম সম্পাদক সুমন চৈাধুরী, বিএনপি নেতা তপু মেম্বার, ইমন মিয়া, রফিক মিয়া, ইসলামউদ্দিন মেম্বার প্রমুখ।























