বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের দাবিতে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কসবা উপজেলা সুপার মার্কেট চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কসবা–আখাউড়া আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব কবির আহম্মেদ ভূইয়া।
তিনি বলেন—“বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। সারা দেশে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু তবুও বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলন থেকে পিছিয়ে যায়নি।”
তিনি আরও বলেন—“রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কোনো রাজনৈতিক কৌশল নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা। এই দফাগুলোর বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন, প্রশাসনিক স্বচ্ছতা, এবং জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শেই বিএনপি একটি দায়িত্বশীল, মানবিক ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ।”
তিনি আশা প্রকাশ করেন—“বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, কৃষক ও শ্রমজীবী মানুষের সুরক্ষা নিশ্চিত করা হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন খান, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।
বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমতারা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, সহপ্রকাশনা সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইকলিল আজম, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, উপজেলা বিএনপির সহসভাপতি মো. সানাউল্লাহ, পৌর বিএনপির সহসভাপতি মো. বশির আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান সজিব প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপু, সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন, এবং ছাত্রনেতা সাহিদুল খাঁ, সহিদুল খাঁ ও সাদ্দাম হোসেন, এবং কসবা উপজেলা নবীন দলের সভাপতি মোঃ রতন খান সহ অংগসংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারের এই ৩১ দফা দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট নিরসনের কার্যকর সমাধান। জনগণের ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় এই দফাগুলো বাস্তবায়ন অপরিহার্য।
গণসমাবেশ শেষে নেতৃবৃন্দ আসন্ন কর্মসূচি সফল করতে সংগঠনকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।