নেপালি পর্বতারোহী নিমা রিনজি শেরপাছবি: সংগৃহীত
ইতিহাস গড়লেন নেপালি পর্বতারোহী নিমা রিনজি শেরপা। বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বতের সব কটিই জয় করলেন মাত্র ১৮ বছর বয়সে। আজ ৯ অক্টোবর বুধবার সকালে তিব্বতের শিশাপাংমা পর্বতশৃঙ্গে (৮০২৭ মিটার) আরোহণ করে নিমা রিনজি এই কৃতিত্ব গড়লেন।
বিশ্বের সবচেয়ে উঁচু এই ১৪টি পর্বতশৃঙ্গ হিমালয় ও কারাকোরাম পর্বতমালায় অবস্থিত, যা নেপাল, চীন, ভারত এবং পাকিস্তানে বিস্তৃত। বিশ্বের সর্বোচ্চ পর্বতগুলো জয় করার এমন অভিযান পর্বতারোহণের দুনিয়ায় বিশাল মর্যাদাপূর্ণ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এত দিন সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই কৃতিত্ব ছিল নেপালের মিংমা ডেভিড শেরপার দখলে। ২০১৯ সালের ২৯ অক্টোবর মিংমা যখন এই রেকর্ড গড়েন, তখন তাঁর বয়স ছিল ৩০ বছর ১৬৬ দিন। আর অভিযান সম্পন্ন করতে তাঁর সময় লেগেছিল ৯ বছর ১৫৯ দিন। সময়ের হিসাবেও এগিয়ে নিমা রিনজি। তাঁর অভিযান শেষ করতে সময় লাগল ২ বছর ৪০ দিন।
১৯৮৬ সালে ইতালীয় পর্বতারোহী রেইনহোল্ড মেসনার প্রথম ব্যক্তি হিসেবে আট হাজার মিটারের বেশি উঁচু ১৪টি পর্বতজয়ের অভিযানে সফল হন। এরপর তাঁর পদাঙ্ক অনুসরণ করে মাত্র অর্ধশত পর্বতারোহী সফল হয়েছেন। এই প্রচেষ্টা চালাতে গিয়ে আরও অনেক বিখ্যাত পর্বতারোহী প্রাণও হারিয়েছেন।
নিমা রিনজির অভিযান শেষ করতে সময় লাগল ২ বছর ৪০ দিনছবি: এএফপি
নেপালের সেভেন সামিট ট্রেক ও ফোরটিন পিকস এক্সপেডিশনের হয়ে নিমা রিনজি শেরপা ৮ হাজারি ১৪ পর্বতশৃঙ্গ জয়ের অভিযান শুরু করেন ২০২২ সালে। ওই বছর নেপালের ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার মানাসলু পর্বতশৃঙ্গে পা রাখেন তিনি। গত বছর বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টসহ একে একে তালিকার ৯টি পর্বত জয় করেন।
চলতি বছর নিমা রিনজি শেরপার পর্বতারোহণ শুরু হয় অন্নপূর্ণা অভিযান দিয়ে। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই গত ১২ এপ্রিল তিনি অন্নপূর্ণা শৃঙ্গে পৌঁছান। এরপর ৪ মে জয় করেন মাকালু, ৮ জুন পা রাখেন কাঞ্চনজঙ্ঘার শীর্ষে। এরপর কয়েক মাসের অপেক্ষা। গত মাসে চীনের পক্ষ থেকে তিব্বত অংশে অবস্থিত শিশাপাংমা শৃঙ্গে আরোহণের অনুমতি পান নিমা। এরপরই শুরু হয় চূড়ান্ত অভিযান। আজ সেই অভিযানের সফল সমাপ্তি হলো।
নিমা রিনজি শেরপাছবি: সংগৃহীত
সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে আট হাজারি পর্বতশৃঙ্গ আরোহণের অভিযানে আরও কয়েকটি রেকর্ড ধরা দিয়েছে নিমা রিনজির হাতে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে কমবয়সী পর্বতারোহী হিসেবে তিনি নাগা পর্বত, কাঞ্চনজঙ্ঘা, গাশারব্রুম ১ ও গাশারব্রুম ২ জয় করেন। এমনকি সবচেয়ে কম বয়সে একসঙ্গে এভারেস্ট ও লোৎসে পর্বত জয়ের রেকর্ডও নিমা রিনজি শেরপার দখলে।
সূত্র: এএফপি ও দ্য হিমালয়ান টাইমস