হিমালয়ের ‘আমা দাবালাম’ পর্বত জয় করলেন তানভীর
পৃথিবীর অন্যতম অনিন্দ্য সুন্দর ও বিপজ্জনক পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাবালাম জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ শাওন।
শনিবার (২ নভেম্ববর) নেপালের স্থানীয় সময় বেলা ১১টায় পঞ্চম বাংলাদেশি হিসেবে তানভীর স্পর্শ করেন ৬৮১২ মিটার উচ্চতার আমা দাবালাম। তানভীরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
‘হিমালয় কন্যা’ নেপালের ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার এক অনিন্দ্য সুন্দর ও অন্যতম কঠিন পর্বত হলো ‘আমা দাবালাম’, যার অর্থ ‘মায়ের গলার হার’। এর দুই দিকের ছড়ানো রিজকে কোনও এক মায়ের সন্তানকে আগলে রাখার মতো এবং মধ্যবর্তী গিরিশিরাকে মালার মতো মনে হয় বলে এই নামকরণ করা হয়। এর খাড়া রিজ ও ঢালু দেয়ালের জন্য অনেকেই একে ডাকেন ‘হিমালয়ের ম্যাটাহর্ন’ নামে।
নেপালের খুম্বু এলাকায় অবস্থিত এই পর্বতকে সম্মানের চোখে দেখেন পৃথিবীর বড় বড় পর্বতারোহীরা এর অনেকাংশে ৭০ থেকে ৯০ ডিগ্রি ঢালু পথ ও বৈরী আবহাওয়ার কারণে। এই পর্বত এতোই সমীহের যে এর ছবি দেখা যায় নেপালের এক রুপির ব্যাংক নোটে। এই সমীহ জাগানিয়া পর্বত শিখরে ২ নভেম্বর নেপালের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ালেন তরুণ পর্বতারোহী তানভীর আহমেদ শাওন।
১৩ অক্টোবর অভিযানের জন্য নেপালের পথে দেশ ছাড়েন তানভীর। ২৪ অক্টোবর পৌঁছে যান আমা দাবালাম বেসক্যাম্পে। ১ নভেম্বর তিনি উঠে যান ক্যাম্প-২ এ। ২ নভেম্বর মধ্য রাতে শুরু হয় তার চূড়ার লক্ষ্যে চূড়ান্ত যাত্রা এবং সকালে তিনি এই পর্বত শীর্ষ স্পর্শ করেন। পুরো পথেই তার সাথে ছিলেন পর্বতারোহী বন্ধু ও গাইড বীরে তামাং তানভীর ৫ম বাংলাদেশি হিসেবে অর্জন করেন এই বিরল কীর্তি।
তানভীর আহমেদ কিশোরগঞ্জ সদরের খরমপট্টির তারেক উদ্দিন আহমেদ আবাদের ছেলে। ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জনক তানভীর কর্মরত আছেন ভিএফ এশিয়া বাংলাদেশের সিনিয়র প্ল্যানার হিসেবে।