হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর মহাপরিচালক মোঃ আবজাল হোসাইন মৃধা ঘোষণা করেছেন, কেন্দ্রিয় কমিটির আইডি কার্ড সম্পূর্ণ সুসম্পন্ন হয়েছে। বাকি কার্ডগুলো বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে কেন্দ্রিয় কমিটির সহ সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দ তাদের নিজ নিজ আইডি কার্ড প্রাপ্ত হবেন, ইনশাআল্লাহ।
মহাপরিচালক বলেন, “সকলকে তাদের নিজ নিজ দায়িত্বের গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানাই।” তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংহত ও শৃঙ্খলাবদ্ধ হবে।