হাসিনার বিরুদ্ধে দুটিসহ এক দিনে ট্রাইব্যুনালে ১১ গুমের অভিযোগ
২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত গুম হওয়া ১২ জনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এক দিনে গতকাল বুধবার ১১টি অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আছে। অন্যান্য অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের আসামি করা হয়েছে। গতকাল ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় গুম থেকে ফেরত আসা দুই ব্যক্তিসহ বাকি ১০ জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তাজুল ইসলাম জানান, গুম হওয়া ১২ জনের মধ্যে দু’জন ফিরে এসেছেন। বাকি যে ১০ জন ফিরে আসেননি তারা হলেন– আমিনুল ইসলাম, আনিসুর রহমান, সোহেল মিয়াজী, আবদুল্লাহ, ইকবাল হোসেন, আইনুল ইসলাম, মোহাম্মদ সাজু, কুদ্দুসুর রহমান চৌধুরী, মো. কাইয়ুম, মো. মোস্তফা। আজ পর্যন্ত তাদের স্বজন জানেন না, তারা কোথায় আছেন। ‘বাংলাদেশ গুম পরিবার’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে ৬৪ ঘটনার তালিকা দেওয়া হয়েছে। এগুলো গ্রহণ করা হয়েছে। এখন অভিযোগ যাচাই-বাছাই পর্যালোচনা করা হবে। বেশির ভাগ অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর তৎকালীন সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। ওই সংগঠনের আহ্বায়ক বেলাল হোসেনকে ২০১৬ সালের ১০ অক্টোবর উঠিয়ে নেওয়া হয়। পরে ওই বছরের ২ নভেম্বর তাঁকে একটা জায়গায় ফেলে রেখে চলে যায়। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়া ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ছয় মাস গুম করে রাখার অভিযোগে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাও ট্রাইব্যুনালে অভিযোগ করেন।
আরও দুটি হত্যা ও হত্যাচেষ্টার মামলার আবেদন
ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে আশরাফুল ইসলাম অন্তর নামের এক কিশোর গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনা, ঢাকা জেলার সাবেক ডিসি আনিসুর রহমানসহ ১১২ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম শাহিন রেজার আদালতে নিহতের খালা খুকুমণি এই মামলার আবেদন করেন। আদালত এ ঘটনা নিয়ে কোনো মামলা বা জিডি আছে কিনা, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া গত ৫ আগষ্ট মিরপুর ২ নম্বর বাসস্ট্যান্ডে গাড়িচালক মিজানুর রহমান বাদলকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৮২ জনের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে ভুক্তভোগীর বাবা আলতাব আলী এ আবেদন করেন। আদালত এ ঘটনায় মামলা হয়েছে কিনা, তা জানতে চেয়ে মিরপুর মডেল থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
গ্রেপ্তারের পর সাবেক শিল্পমন্ত্রী হুমায়ূন কারাগারে
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে নরসিংদী-৪ আসনের সাবেক এই এমপিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
শাইখ সিরাজসহ ৫ জনের নামে ফারজানা ব্রাউনিয়ার মামলা
চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলার আবেদন করেন। আদালত সিআইডিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় অন্য আসামিরা হলেন জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আবদুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান।
এদিকে গাজীপুরের কাপাসিয়া প্রতিনিধি জানান, কাপাসিয়ার এক বিএনপি নেতাকে হত্যার অভিযোগে সাবেক এমপি সিমিন হোসেন রিমি, সাবেক দুই ওসি, জেলা কারাগারের সুপারসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত বিএনপি নেতা সফিউদ্দিন মাস্টারের ছেলে সোহেল রানা গত সোমবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।