হাসপাতালে দীপিকার মেয়েকে দেখে এলেন শাহরুখ
নবজাতকের মুখ দেখে উপহারও দিয়েছেন কিং খান।
মা হওয়ার পর এখনো হাসপাতাল ছাড়েননি বলিউডি অভিনেত্রী দীপিকা পাডুকোন। এর মধ্যে দীপিকা ও রাণবীর সিংয়ের মেয়েকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন শাহরুখ খান।
ইন্ডিয়া টুডে লিখেছে, এইচ এন রিলায়েন্স হাসপাতালে শাহরুখ গিয়েছিলেন বৃহস্পতিবার রাতে। নবজাতকের মুখ দেখে উপহারও দিয়েছেন কিং খান।
গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন দীপিকা ও রাণবীর।
শাহরুখ ও দীপিকার দারুণ সম্পর্কের কথা সবারই জানা। দীপিকার সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট সিনেমাও উপহার দিয়েছেন শাহরুখ। ‘ওম শান্তি ওম’ থেকে শুরু, তারপর‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’, ‘জওয়ান’সহ একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এই দুজনে। তাই সুসংবাদ পেয়ে শাহরুখ যে হাসপাতালে যাবেন, তা ভেবেছিলেন অনেকেই।
ওই রাতে হাসপাতালের সামনে গাড়ি থেকে শাহরুখের নামার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। তবে হাসপাতালে ঢোকার আগে বা বের হওয়ার সময় তিনি সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।
এর আগে ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিও রাণবীর-দীপিকার কন্যা সন্তানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
শোনা যাচ্ছে শনিবারই মেয়েকে নিয়ে হাসপাতাল ছাড়ছেন দীপিকা।
নবজাতককে স্বাগত জানাতে তাদের বাড়িতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিশেষ আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি।
এ বছরের ফেব্রুয়ারিতে দীপিকা তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন সোশাল মিডিয়ায়। সে সময় হিন্দি সিনেমার এই নায়িকা বলেছিলেন, তার সন্তান জন্মদানের সম্ভাব্য মাস হল সেপ্টেম্বর।
সন্তান জন্মদানের পর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী বছরের শুরুতে কাজে ফেরার পরিকল্পনা রেখেছেন দীপিকা। সেই ছুটি নতুন বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে।
দীপিকাকে শেষ দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। আগামীতে আসছে তার ‘সিংহম এগেইন’। সেখানে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।
নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমা সেটে একে অপরের প্রেমে পড়েন রাণবীর ও দীপিকা। প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করে ২০১৮ সালে সাত পাক ঘোরেন এই যুগল।