London ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কসবায় ক্যান্সারে আক্রান্ত পাখি আক্তারের পাশে ‘অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল) এর’ ২৫০ তম মানবিক সহায়তার কাজ সম্পন্ন সিরাজগঞ্জে অসহায় নারীর জমি দখল, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ফরিদপুরে ৪৩ বছর পর সরকারী হাসপাতালের জমি পুনঃউদ্ধার কালিয়াকৈরে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর কালিয়াকৈরে ১জন যুবকের রহস্যজনক মৃত্যু ২৪ বছর শিকলে বন্দি শাহানের জীবন,মেলেনি উন্নত চিকিৎসা কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার গ্রেফতার ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র দিকনির্দেশনামূলক সুপারিশ: আগামীর উন্নত জাতি গঠনের রূপরেখা নাটোর বিএনপির প্রার্থী ও ভোটের রাজনীতি

হায় কাজল! এটা আপনি কী করলেন

‘দো পাত্তি’ সিনেমায় কাজল। নেটফ্লিক্স

কাজল নাকি কখনো হতাশ করেন না। চিত্রনাট্য যত দুর্বলই হোক, পর্দায় কাজল থাকলে চোখ ফেরানো যায় না, অভিনেত্রীর সুখ্যাতি নিয়ে প্রচলিত এমন অনেক কথাই মিথ্যা হয়ে যাবে ‘দো পাত্তি’ দেখার পর। গত শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি দেখতে বসে আপনার আফসোসই হবে। কেবল কাজলই খারাপ করেছেন, নাকি সিনেমা হিসেবেও ‘দো পাত্তি’ দুর্বল?

একনজরে
‘দো পাত্তি’
পরিচালনা: শশাঙ্ক চতুর্বেদী
অভিনয়ে: কাজল, কৃতি শ্যানন, শাহির শেখ
স্ট্রিমিং: নেটফ্লিক্স

ভারতে শৈলশহরের পটভূমিতে প্রচুর সিনেমা হয়েছে, থ্রিলার হয়েছে তার চেয়েও বেশি। শৈলশহরের পটভূমিতে থ্রিলার, যেখানে আবার পর্দায় কাজল, কৃতি শ্যাননের মতো তারকা—‘দো পাত্তি’ তো জমে ক্ষীর হয়ে যাওয়ার কথা। কিন্তু আদৌ কি মন ভরাতে পারল শশাঙ্ক চতুর্বেদীর ওয়েব ফিল্মটি?

গল্প দুই যমজ বোনকে ঘিরে। ছোটবেলা থেকেই তাদের মধ্যে রেষারেষি। সেটা বড় হয়ে প্রেমিক নির্বাচনের ক্ষেত্রেও চলে আসে প্রবলভাবে। একজন তাকে বিয়ে করে। এরপর থেকেই বিপত্তি, স্বামীর হাতে নির্যাতনের শিকার হওয়া দাঁড়ায় প্রতিদিনের ঘটনা। কিন্তু স্বামী এত অপরাধ করলেও স্ত্রী অভিযোগ জানাতে নারাজ। এর মধ্যে নতুন এক রহস্যে হাজির হয়। সমাধানে নামেন পুলিশ কর্মকর্তা জ্যোতি কানওয়া (কাজল)। গল্প শুনে রোমাঞ্চকর মনে হলেও আদতে তা নয়।

‘দো পাত্তি’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

‘দো পাত্তি’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

কণিকা ধিলো তাঁর চিত্রনাট্যে তুলে আনেন আমাদের চারপাশের চেনা নারীদের গল্প। যারা একই সঙ্গে অসহায় আবার নিজের মতো করে শক্তিশালী। তাঁর লেখা সিনেমা ‘মনমর্জিয়া’, ‘হাসিন দিলরুবা’ আলোচিত হয়েছে। কিন্তু এই সিনেমায় তাঁর সব চেষ্টা মাঠে মারা গেছে।

ছবিতে মূলত থ্রিলারের মোড়কে পারিবারিক নির্যাতনকে বার্তা দিতে চেয়েছেন নির্মাতা। উদ্দেশ সৎ কিন্তু পরিবেশনা একেবারেই যথাযথ নয়। দুর্বল চিত্রনাট্য ছবির সবচেয়ে বড় সমস্যা। আজকাল কেউ ছবিতে বার্তা দিলেও সেটা এমনভাবে আসে, যেন আরোপিত মনে না হয়। কিন্তু ‘দো পাত্তি’তে সেটা এসেছে অতি আরোপিতভাবে। শুধু তা–ই নয়, ছবির নানা জায়গাতেও সেটা জোর করে প্রচার করা হয়েছে, যা ছিল খুবই দৃষ্টিকটু। চিত্রনাট্যের খামতিতে ঝুলে পড়েছে গোটা সিনেমাটাই।

‘দো পাত্তি’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

‘দো পাত্তি’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

ছবিতে যমজ দুই বোনের পার্থক্য তুলে ধরা হয়েছে খুবই ক্লিশেভাবে। এক বোন রক্ষণশীল, অন্যজন উদারমনা। এটা বোঝাতে নির্মাতা সেই চিরাচরিত পোশাকের আশ্রয় নিয়েছেন। আরও পাঁচ দশক আগের হিন্দি সিনেমায় যা আকছার দেখা যেত।
ছবির একমাত্র ইতিবাচক দিক কৃতি শ্যানন। যমজ দুই বোনের চরিত্রে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। বিশেষ করে আবেগের দৃশ্যগুলো তিনি ছিলেন অনবদ্য। এ ছবি আবারও মনে করিয়ে দিয়েছে ‘মিমি’র জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হওয়াটা মোটেও ‘ঝড়ে বক পড়া’ ছিল না। ছবিটি দিয়েই প্রযোজনায় যুক্ত হয়েছেন কৃতি।

তবে কৃতি ছাড়া ছবির সবাই পাল্লা দিয়ে বাজে অভিনয় করেছেন। আপনাকে সবচেয়ে বেশি হতাশ করবে কাজল। এ ছবিতে তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু পর্দায় পুলিশ হয়ে হতাশ করেছেন কাজল।

‘দো পাত্তি’র পোস্টার। আইএমডিবি

‘দো পাত্তি’র পোস্টার। আইএমডিবি

ছবির শুরুটা তাঁকে দিয়ে, প্রথম কয়েক মিনিট দেখার পরেই বুঝে যাবেন, এই চরিত্রটি তাঁর জন্য ছিল না। সবচেয়ে হতাশার উচ্চারণ। ছবিতে স্থানীয় উচ্চারণে হিন্দি বলতে গিয়ে বারবার গুলিয়ে ফেলেছেন, নিজের অভিনয়টাই ভুলে গেছেন অভিনেত্রী।

‘দো পাত্তি’র বড় অংশের শুটিং হয়েছে নৈনিতাল, দেরাদুনসহ উত্তরাখন্ডের মনোরম পাহাড়ি অঞ্চলে। একঘেয়ে গল্প দেখার মধ্যে এই যা স্বস্তি!

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৭:১৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
৮১
Translate »

হায় কাজল! এটা আপনি কী করলেন

আপডেট : ০৭:১৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

‘দো পাত্তি’ সিনেমায় কাজল। নেটফ্লিক্স

কাজল নাকি কখনো হতাশ করেন না। চিত্রনাট্য যত দুর্বলই হোক, পর্দায় কাজল থাকলে চোখ ফেরানো যায় না, অভিনেত্রীর সুখ্যাতি নিয়ে প্রচলিত এমন অনেক কথাই মিথ্যা হয়ে যাবে ‘দো পাত্তি’ দেখার পর। গত শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি দেখতে বসে আপনার আফসোসই হবে। কেবল কাজলই খারাপ করেছেন, নাকি সিনেমা হিসেবেও ‘দো পাত্তি’ দুর্বল?

একনজরে
‘দো পাত্তি’
পরিচালনা: শশাঙ্ক চতুর্বেদী
অভিনয়ে: কাজল, কৃতি শ্যানন, শাহির শেখ
স্ট্রিমিং: নেটফ্লিক্স

ভারতে শৈলশহরের পটভূমিতে প্রচুর সিনেমা হয়েছে, থ্রিলার হয়েছে তার চেয়েও বেশি। শৈলশহরের পটভূমিতে থ্রিলার, যেখানে আবার পর্দায় কাজল, কৃতি শ্যাননের মতো তারকা—‘দো পাত্তি’ তো জমে ক্ষীর হয়ে যাওয়ার কথা। কিন্তু আদৌ কি মন ভরাতে পারল শশাঙ্ক চতুর্বেদীর ওয়েব ফিল্মটি?

গল্প দুই যমজ বোনকে ঘিরে। ছোটবেলা থেকেই তাদের মধ্যে রেষারেষি। সেটা বড় হয়ে প্রেমিক নির্বাচনের ক্ষেত্রেও চলে আসে প্রবলভাবে। একজন তাকে বিয়ে করে। এরপর থেকেই বিপত্তি, স্বামীর হাতে নির্যাতনের শিকার হওয়া দাঁড়ায় প্রতিদিনের ঘটনা। কিন্তু স্বামী এত অপরাধ করলেও স্ত্রী অভিযোগ জানাতে নারাজ। এর মধ্যে নতুন এক রহস্যে হাজির হয়। সমাধানে নামেন পুলিশ কর্মকর্তা জ্যোতি কানওয়া (কাজল)। গল্প শুনে রোমাঞ্চকর মনে হলেও আদতে তা নয়।

‘দো পাত্তি’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

‘দো পাত্তি’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

কণিকা ধিলো তাঁর চিত্রনাট্যে তুলে আনেন আমাদের চারপাশের চেনা নারীদের গল্প। যারা একই সঙ্গে অসহায় আবার নিজের মতো করে শক্তিশালী। তাঁর লেখা সিনেমা ‘মনমর্জিয়া’, ‘হাসিন দিলরুবা’ আলোচিত হয়েছে। কিন্তু এই সিনেমায় তাঁর সব চেষ্টা মাঠে মারা গেছে।

ছবিতে মূলত থ্রিলারের মোড়কে পারিবারিক নির্যাতনকে বার্তা দিতে চেয়েছেন নির্মাতা। উদ্দেশ সৎ কিন্তু পরিবেশনা একেবারেই যথাযথ নয়। দুর্বল চিত্রনাট্য ছবির সবচেয়ে বড় সমস্যা। আজকাল কেউ ছবিতে বার্তা দিলেও সেটা এমনভাবে আসে, যেন আরোপিত মনে না হয়। কিন্তু ‘দো পাত্তি’তে সেটা এসেছে অতি আরোপিতভাবে। শুধু তা–ই নয়, ছবির নানা জায়গাতেও সেটা জোর করে প্রচার করা হয়েছে, যা ছিল খুবই দৃষ্টিকটু। চিত্রনাট্যের খামতিতে ঝুলে পড়েছে গোটা সিনেমাটাই।

‘দো পাত্তি’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

‘দো পাত্তি’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

ছবিতে যমজ দুই বোনের পার্থক্য তুলে ধরা হয়েছে খুবই ক্লিশেভাবে। এক বোন রক্ষণশীল, অন্যজন উদারমনা। এটা বোঝাতে নির্মাতা সেই চিরাচরিত পোশাকের আশ্রয় নিয়েছেন। আরও পাঁচ দশক আগের হিন্দি সিনেমায় যা আকছার দেখা যেত।
ছবির একমাত্র ইতিবাচক দিক কৃতি শ্যানন। যমজ দুই বোনের চরিত্রে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। বিশেষ করে আবেগের দৃশ্যগুলো তিনি ছিলেন অনবদ্য। এ ছবি আবারও মনে করিয়ে দিয়েছে ‘মিমি’র জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হওয়াটা মোটেও ‘ঝড়ে বক পড়া’ ছিল না। ছবিটি দিয়েই প্রযোজনায় যুক্ত হয়েছেন কৃতি।

তবে কৃতি ছাড়া ছবির সবাই পাল্লা দিয়ে বাজে অভিনয় করেছেন। আপনাকে সবচেয়ে বেশি হতাশ করবে কাজল। এ ছবিতে তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু পর্দায় পুলিশ হয়ে হতাশ করেছেন কাজল।

‘দো পাত্তি’র পোস্টার। আইএমডিবি

‘দো পাত্তি’র পোস্টার। আইএমডিবি

ছবির শুরুটা তাঁকে দিয়ে, প্রথম কয়েক মিনিট দেখার পরেই বুঝে যাবেন, এই চরিত্রটি তাঁর জন্য ছিল না। সবচেয়ে হতাশার উচ্চারণ। ছবিতে স্থানীয় উচ্চারণে হিন্দি বলতে গিয়ে বারবার গুলিয়ে ফেলেছেন, নিজের অভিনয়টাই ভুলে গেছেন অভিনেত্রী।

‘দো পাত্তি’র বড় অংশের শুটিং হয়েছে নৈনিতাল, দেরাদুনসহ উত্তরাখন্ডের মনোরম পাহাড়ি অঞ্চলে। একঘেয়ে গল্প দেখার মধ্যে এই যা স্বস্তি!