হামাসের হামলায় ইসরায়েলের ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার কর্নেল এহসান দাকসা নিহত হয়েছেন।
রবিবার গাজার উত্তরাঞ্চলে তিনি নিহত হন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া একই হামলায় গুরুতর আহত হয়েছেন আরেক ইসরায়েলি সেনা কর্মকর্তা।ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এহসান দাকসার ট্যাংক ও আরেকটি ট্যাংক একটি বিস্ফোরক ডিভাইসের সাথে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে।
ইসরায়েলের বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, কর্নেল এহসান দাকসা ট্যাংক নিয়ে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ছিলেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল হামলা চালাতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর যত উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন তার মধ্যে কর্নেল এহসান অন্যতম।