আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের বাড়ির বাকি অংশ এবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
বুধবার রাত ১০টার পরে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কস্থ বাড়িটির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করে। পরে একটি বুলডোজার দিয়ে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা স্লোগান দেন ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’।
এর আগে রাত ৯টার দিকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা কুষ্টিয়া সরকারি কলেজের সামনে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিটিআই রোডে অবস্থিত হানিফের বাড়িতে যান। ছাত্র-জনতার আরেকটি দল শহরের উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে হানিফের বাড়ির সামনে আসে। রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে সেখান থেকে মিছিল নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের শহরের কদমতলা এলাকার বাড়িতে ভাঙচুর চালাতে যায় ছাত্র-জনতা। পরে ভাড়িটির ভাড়াটিয়াদের নিরাপত্তার কারণে রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ৪ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর হানিফের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিলেন ছাত্র-জনতা। তখন থেকে কুষ্টিয়ার এই অঘোষিত সম্রাটের কোনো হদিস নেই।