হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সৈয়দ মোহাম্মদ ফয়সলের নাম ঘোষাণার পর রাজনৈতিক অঙ্গনে বিরল এক দৃশ্য লক্ষ্য করা গেছে।
মনোনয়ন প্রত্যাশী দুই নেতা— অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও শামীমা আক্তার শাম্মী দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সৈয়দ ফয়সলের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।
শাম্মী আক্তার বলেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ; জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। দল আমার জীবনের চেয়ে প্রিয়। ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয়— দল, দেশ ও গণতন্ত্রই আমাদের মূল শক্তি।
তার এই আবেগঘন বার্তা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ এবং ঐক্যবদ্ধ মনোভাব সৃষ্টি করেছে।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, দলই আমার সব। সৈয়দ ফয়সল ভাই আমাদের সবার প্রার্থী। দলের ঐক্যই জয়ের পথ প্রশস্ত করবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করুন। তার আহ্বান ইতোমধ্যেই স্থানীয় কর্মীদের মধ্যে উদ্যম এবং মনোবল বৃদ্ধি করেছে।
এদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান মাঠে রয়েছেন এবং সৈয়দ ফয়সলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তিনি তার প্রতিক্রিয়ায় সহনশীলতার বার্তা দিয়েছেন। তিনি বলেন, রাজনীতিতে মতভেদ থাকতে পারে, লক্ষ্য একটাই—জনগণের কল্যাণ ও গণতন্ত্র। আমরা শান্তিপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে কাজ করব এবং সৈয়দ ফয়সলকে অভিনন্দন জানাই।
বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, আমিনুল ইসলাম ও শাম্মী আক্তারের দলীয় আনুগত্য বিরল দৃষ্টান্ত।
তিনি বলেন, জামায়াতের প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান আমাদের প্রতিদ্বন্দ্বী থাকবেন, তবে আমরা সহনশীলতার সঙ্গে নির্বাচন করব। কোনো প্রতিহিংসা নয়, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে কাজ করব।