হত্যাচেষ্টা মামলার আসামি হচ্ছেন নুসরাত-অপু-নিপুণ-ভাবনা-জায়েদ খানরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যাচেষ্টার মামলায় আসামি হচ্ছেন ১৭ অভিনয়শিল্পী। সেই হত্যামামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি করা হচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক বলেন, আদালতে নির্দেশে একটি হত্যার চেষ্টা মামলা ১৭ জন অভিনয়শিল্পীসহ অন্যান্যদের বিরুদ্ধে প্রক্রিয়াধীন রয়েছে।
মামলায় মোট ২৮৩ জনকে আসামি করা হচ্ছে। তাই মামলার প্রক্রিয়ার সম্পূর্ণ হতে একটু বেশি সময় লাগছে। মামলা দায়ের হওয়া সম্পূর্ণ হলে এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানিয়ে দেবো।
এর আগে ঢাকার সিএমএম আদালতে এনামুল হক নামে একজন এ আমলার আবেদন করেন। মামলায় আসামি করা হয় ২৮৩ জন। তবে আদালতে কবে মামলার আবেদন করা হয়েছিল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি পুলিশ।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপির কর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় ঢাকার আদালতে গত ২০ এপ্রিলের করা একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৭ জনকে আসামি করা হয়।
মামলায় হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী-এমপি, ঢাকার সাবেক দুই মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবীসহ ৪০৭ জনের নাম উল্লেখ করা হয়। আসামি তালিকায় অভিনেতা ইরেশ যাকেরও রয়েছেন।