স্লুইসগেট এর অবৈধ কর্তা ব্যক্তিরা বিভিন্ন জলমহল দখল করে অবৈধ অর্থ উপার্জন করছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড এর উপ-বিভাগীয় প্রকৌশলী নাসরিন আক্তার সোমবার বিকাল তিনটার সময় ডিসি কনফারেন্স অডিটোরিয়াম জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেন তিনি।
এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন ( সার্বিক) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা উর্মি সহ পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার ভূমি কমিশনার সহ জেলার বিভিন্ন স্তরের কর্মকতাবৃন্দ।
সভায় পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী নাসরিন আক্তার এর গুরুত্বপূর্ণ বক্তব্য জেলা প্রশাসন গুরুত্বের সাথে বিবেচনা করে প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।