ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই আসামি আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ফয়সাল হোসেন (৩৭) ও নজরুল ইসলাম (৩৫) নামে দুই আসামিকে আটক করে পুলিশ। আসামি ফয়সাল হোসেন উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর গ্রামের ফরহাদ মৃধার ছেল এবং নজরুল ইসলাম দক্ষিণ টেপাখোলা মহল্লার ইউনুস আলীর ছেলে।
জানা গেছে, আটককৃত আসামি ফয়সালের স্ত্রী কামরুন্নাহার গত বুধবার কোতোয়ালি থানায় এসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেয়। এসময় কামরুন্নাহার জানান তার স্বামী ফয়সালের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বড় বোন নুরুন্নাহারের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে তার স্বামী। এমন অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুলকে আটক করে পরে তাদের দেওয়া তথ্যমতে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা জানান, অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুলকে আটক করে পুলিশ। পরবর্তীতে নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় খড়ির মধ্য থাকা ১ টি ম্যাগাজিন ও ২ টি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র মামলার প্রক্রিয়া চলমান।