স্পেনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৮
স্পেনে নজিরবিহীন বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৮-তে পৌঁছেছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। বার্তা সংস্থা রয়টার্স স্প্যানিশ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এই বন্যা স্পেনের শতাব্দীর সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বিবেচিত হচ্ছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভ্যালেন্সিয়া অঞ্চলে। সেখানে অন্তত ৯২ জনের মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে এলাকাজুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়িগুলো পরস্পরের ওপর ভেঙে পড়েছে, গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের লাইন ভেঙে গেছে এবং মাটিতে আটকে পড়েছে ঘরের বিভিন্ন সামগ্রী।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আমাদের অগ্রাধিকার হলো মৃতদেহ এবং নিখোঁজদের সন্ধান করা। যাতে তাদের পরিবারের দুঃখ লাঘব করা যায়।
নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা এখনো তৎপরতা চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকারীরা আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা করছে। এই দুর্যোগ মোকাবিলায় স্পেনের সহস্রাধিক সেনা সদস্য, আঞ্চলিক ও স্থানীয় জরুরি পরিষেবা কর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
ভ্যালেন্সিয়া শহরের নিকটবর্তী পাইপোর্তা শহরেও বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটির মেয়র মারিবেল আলবালাত জানান, আমাদের এখানে এমন বন্যা আগে কখনও হয়নি, শহরের কেন্দ্রস্থলে অনেক বয়স্ক মানুষ আটকা পড়েছিলেন।
বন্যার ভয়াবহতা দক্ষিণ ও পূর্ব উপকূলজুড়ে ছড়িয়ে পড়েছে। কাস্তিয়া লা মানচা অঞ্চলে দুইজন এবং আন্দালুসিয়ার দক্ষিণে একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।