ভারত থেকে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে শেখ মুজিবুর রহমানের ছয়টি ম্যুরাল ভেঙে দিয়েছেন ছাত্র-জনতা।
বুধবার রাতে এসব ভাঙা হয়। প্রথমে পৌরসভা প্রাঙ্গণে থাকা ম্যুরাল ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। পরে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে ম্যুরালসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ম্যুরাল ভাঙচুর করেন তারা।
সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা বলেন, দেশে ফ্যাসিবাদের সবকিছু আমরা ভেঙে দিতে চাই। যেন দেশের কেউ আর এই ফ্যাসিস্ট হয়ে ওঠার সাহস না করে।
জমিয়ত নেতা ত্বহা হোসাইন বলেন, জাতিকে কলঙ্কমুক্ত করতে শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। শহরের সবকটি ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলা হবে।