বাংলাদেশের বৃহত্তর সেবামূলক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, মানবিক ব্যক্তিত্ব জামাল উদ্দিন আহমদ এর সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ২৯ আগস্ট বাদ জুমা নগরের শহর কুতুব হযরত শাহ আমানত (রহ:) এর মাজার শরীফে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক এম নুরুল হুদা চৌধুরী, সদস্য এইচ এম শামীম, মো: হাদিউল ইসলাম শাহরিয়ার, লায়ন মো: মাহতাব উদ্দিন, নুরুল আজিম, আব্দুল হালিম, আব্দুল আজিজ, রফিকুল ইসলাম, আনোয়ার ইসলাম রাহাত প্রমুখ।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ আমানত (রহ:) শাহী জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন আলকাদেরী (ম.জি.আ)।
উল্লেখ্য, মো: জামাল উদ্দিন আহমদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইবারের মহাপরিচালকের দায়িত্ব সফলভাবে পালন করাসহ সিলেটের বিভাগীয় কমিশনার, সড়ক বিভাগের যুগ্ম সচিব, দিনাজপুর ও মেহেরপুরের জেলা প্রশাসক, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রাণালয়ের উপ সচিব, নলছিটি, মহেশখালী ও কুতুবদিয়ার উপজেলা নির্বাহী অফিসার, চট্টগ্রামের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফেনীর সিনিয়র সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, চৌহালী, দাউদকান্দি ও রামগতির সহকারী কমিশনার ভূমি ও সিরাজগঞ্জের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে সুনাম ও দক্ষতার দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।