সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে এ সংঘর্ষে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, প্রথমে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেলের ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরেজমিনে দেখা যায়, সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট হয়। এছাড়া সরকার কর্তৃক ওএমএস ডিলার মো. তারেকের বাড়িতে হামলা চালিয়ে রেজিস্টার খাতা, ১৩৬০ কেজি চাল (আনুমানিক মূল্য ৭৯ হাজার ৩১২ টাকা) ও ক্যাশ ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরে তিনি প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভুক্তভোগী ডিলার তারেক অভিযোগ করে বলেন, “আমার বাবা আঃ রশিদ কোবদাসপাড়া ৭ নং ওয়ার্ড বিএনপির চারবারের সাবেক সভাপতি। বিএনপির সময়ে আমার বাড়িতে এমন হামলা হয়নি। অথচ এখন আমাকে এভাবে ক্ষতিগ্রস্ত হতে হলো। আমরা ন্যায়বিচার কার কাছে চাইব?
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেসুর রহমান দেশবর্তমানকে জানান, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা কাজ করছে। কোবদাসপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত দুইটি অভিযোগ পাওয়া গেছে, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।